২০১৯-এর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিদায় মেনে নিতে পারছেন না ক্ষুব্ধ জন্টি রোডস্

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স দেখে দুঃখ পেয়েছেন সেই দেশের খ্যাতনামা প্রাক্তন খেলোয়াড় জণ্টি রোডস৷ কারণ শ্রীলঙ্কা  ও আফগানিস্তানের বিরুদ্ধে জয়  ছাড়া আর কোনও সাফল্য সাউথ আফ্রিকারএই দলটি অর্জন করতে পারেনি৷ বিশ্বসেরা হবার মত ছাপ রাখতে ব্যর্থ হয়েছে ডুপ্লেসির দল৷

এর কারণ কী? এ প্রশ্ণের উত্তর দিতে গিয়ে অসহিষ্ণু জণ্টি জানালেন দল নির্বাচনটাই ঠিক হয়নি দক্ষিণ আফ্রিকার৷ ডেভিলিয়ার্সের মত খেলোয়াড়কে বাদ দিয়ে এই দল গড়াতে ক্ষুব্ধ দক্ষ ফিল্ডার জণ্টি রোডস৷

গত সোমবার আফ্রিকা ক্রিকেট দলের ভবিষ্যৎ  সম্পর্কে জানতে চেয়েছিল সংবাদমাধ্যম৷ তখন  জন্টি বলেছিলেন,  ডুপ্লেসির  এই দলটা খুব একটা আশাপ্রদ নয়, কারণ এই দলটির অনেক ত্রুটি তিনি লক্ষ্য করেছিলেন ৷ তিনি জানতেন, যে এই দলটাকে নিয়ে কেউ বিশেষ আশা করেও নি৷  তিনি আরও বলেন , গত একবছর যাবৎ দক্ষিণ আফ্রিকার এই দলটি সেভাভে ছন্দে খেলার উপযুক্ত ছিল না৷  সেই কারণেই  প্রথম একাদশটাও ঠিক মতো বেছে নিতে  পারেন নি ওরা৷

দক্ষিণ আফ্রিকা সম্পর্কে  জন্টি আরও বলেছেন, ‘‘বিশ্বকাপের মতো আসরে ৪০ বা ৬০ রানকে ১০০ রানে পরিণত করে নিতে হয়৷ কিন্তু এই দল তা না করে শুধু মাত্র জোরে বল করে প্রতিপক্ষকে আউট করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল৷ কিন্তু ওরা একটা কথা মাথায় রাখতে ভুলে গিয়েছিল যে ইংল্যাণ্ডের  মরসুমের সাথে সাথে মাঠের পিচের নিয়মের পরিবর্তন ঘটে থাকে৷ অর্থাৎ ইংল্যাণ্ডের গ্রীষ্মকে দু’টি ভাগে ভাগ করা হয়৷ প্রথমত হলো ঠাণ্ডা পরিবেশ বল সুইং করার পরিবেশ তৈরী করে ও গরমে পাটা উইকেট নেবার পরিস্থিতি সৃষ্টি করে৷  এই ভাবনাটা দক্ষিণ আফ্রিকা দলের মাথাতেই আসেনি৷

এছাড়া আরও একটি দলের মোক্ষম ভুল সেটি হলো, এ.বি.ডিবিলিয়ার্স অবসর নিয়ে ফেলায়  ওকে শেষ মুহূর্তে দলযুক্ত করা হয়নি৷ এ.বি.-এর ক্রিকেটারের বিকল্প  তো গত এক বছরে পাওয়া যায়নি৷ তা হলো শেষ মুহূর্তে যখন এ.বি. দলে খেলার জন্যে আবেদন করেছিল , তখন তাকে দলে নেওয়া হয়নি, কেন নেওয়া হয়নি তাও বোঝা যায়নি ৷ এই সমস্ত কারণেই এমতবস্থায় বাকি একটি ম্যাচ তবুও এরা এর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে৷