২১শের ধাক্কায় ভোল বদল শাহের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২০১৯-এর ১৪ই সেপ্ঢেম্বর হিন্দি ভাষা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন---দেশের ঐক্যসাধন একমাত্র হিন্দি ভাষার মাধ্যমেই সম্ভব৷ একদেশ এক ভাষার দাবী ও বিজেপিই তুলেছিল৷ মাঝে একটা বছর পার করে ২০২১-এর ১৪ই সেপ্ঢেম্বর হিন্দি দিবসে শাহের সুর বদল হয়ে গেল৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পুরো রাষ্ট্রশক্তি নিয়ে ঝাঁপিয়ে ছিল বিজেপি দুশ’র বেশী আসন দাবী করে৷ কিন্তু তৃণমূল গতবারের থেকেও বেশী ভোট ও আসন পেয়ে তৃতীয়বার বঙ্গ দখল করে৷ বঙ্গ নির্বাচনে বড়-সড় ধাক্কা খায় বিজেপি৷ সম্ভবত সেই ধাক্কা কাটিয়ে উঠতে এবার কি বিজেপি হিন্দি ও হিন্দুত্বের ভোল পাল্টাচ্ছে৷ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে ভোটের আগে তার বাবার  সঙ্গে মুসলিম ব্যাবসায়ীর সখ্যতার গল্প শুনিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রীও এবার একদেশ একভাষার নীতি থেকে সরে হিন্দিভাষা দিবসে ভিন্ন কথা শোণালেন--- ‘‘আমি স্পষ্ট করে বলতে চাই হিন্দি ভাষা অন্য কোন ভাষার সঙ্গে লড়াইয়ে নেই৷ হিন্দি ভাষা সব আঞ্চলিক ভাষার বন্ধু ও সমস্ত ভাষার সঙ্গে সহবস্থানেই হিন্দি ভাষা টিকে থাকতে পারবে৷ বিরোধীদের কথায় বঙ্গ নির্বাচনে ধাক্কা খেয়ে শাহজী ভোল পাল্টেছে৷ তবে সেটা কতটা আন্তরিক তা কাজে প্রকাশ পাবে৷ হয়তো এবার হিন্দি ও হিন্দুত্বকরণের পথ পরিবর্তন করবে বিজেপি৷