৭ই জুলাই ১৯৩১--- ফাঁসির ঠিক আগে প্রতুষ্যে দীনেশ তাঁর বৌদিকে শেষ চিঠি লিখলেন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বৌদি,

               এইমাত্র তোমার চিঠিখানা পাইলাম৷ আমার জীবন কাহিনী জানাইবার সুযোগ আর হইল না৷ কি-ই বা জানাইব বল তো? আমার সকল কথাই তো তোমাদের বুকে চিরকাল আঁকা থাকিবে তুচ্ছ কালির আঁচর  কি তাহাকে আরও উজ্জ্বল করিয়া তুলিতে পারিবে? আমার যত অপরাধ ক্ষমা করিবে এ জন্মের মতো বিদায়! ভালোবাসা ও প্রণাম জানিবে---

চিঠিটা শ্বেতাঙ্গ সাজেন্টের হাতে তুলে দিয়ে দীনেশ ধীর বলিষ্ট পদক্ষেপে এগিয়ে চলল ফাঁসির মঞ্চের দিকে৷