আবার ইয়ূরোপ জুড়ে সাইবার হামলা

সংবাদদাতা
পি এন এ
সময়

আবার সাইবার হামলা৷ ইণ্টারনেটের মাধ্যমে  হামলা৷ গোটা ইয়ূরোপ জুড়ে এই হামলা চলছে৷ গত ২৭শে জুন প্রথম হামলা শুরু হয় ইয়ূক্রেনে৷ দেখা যায় হঠাৎ এই দেশে ন্যাশনাল ব্যাঙ্ক, জাতীয় বিদ্যুৎকেন্দ্র দেশের বিমানবন্দরগুলির নেটওয়ার্ক সব একসঙ্গে বন্ধ হয়ে যায়৷ ইয়ূক্রেনের পার্লামেণ্টের সদস্যরাও ইণ্টারনেট ব্যবহার করতে পারছেন না৷ এরপর ইংল্যাণ্ড, নেদারল্যাণ্ডস্ ইণ্টারনেট অচল হয়ে যায়৷

ইয়ূক্রেনের প্রধানমন্ত্রীর কাছে রুশ ভাষায় ই-মেল পাঠানো হয় ৩০০ ডলার বিটকয়েনের মাধ্যমে পেমেণ্ট করলে তিনি নিজের কম্পিউটারগুলি চালাতে পারবেন৷

এখানে উল্লেখ্য কয়েকশত আগে ১৫০টি দেশের ২ লক্ষ ৩০ হাজার কম্পিউটার বসে গিয়েছিল৷ সে সময়ও বিপুল অঙ্কের টাকা এইভাবে ডিজিটাল হামলাবাজরা লুঠে নিয়েছে৷