আদালতে গর হাজির 

সংবাদদাতা
পি.এন.এ,
সময়

মদন তামাং হত্যার অভিযোগে অভিযুক্ত বিমল গুরুং ও তার সহযোগীদের যাদের এফ আই আর  এ নাম রয়েছে তাদের ২৪ শে জুলাই কলকাতার নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ কিন্তু হাইকোর্টের  নির্দেশ সত্ত্বেও বিমল গুরুং , রোশনগিরিসহ অনেকেই  এদিন আদালতে হাজির হননি৷  ৪৮ জন অভিযুক্তের মধ্যে  ২২ জন অভিযুক্তই আদালতে হাজির হলেন না৷

এই পরিপ্রেক্ষিতে গর হাজির ২২জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফ্তারি পরওয়ানার আবেদন করেছিল  সিবিআই৷ কিন্তু কলকাতা নগর আদালতের মুখ্য বিচারক কুন্দন কুমার সি.বি.আহ-এর এই আর্জি খারিজ করে দেন৷ আদালতের মন্তব্য, এই  পরওয়ানা জারির এক্তিয়ার এই আদালতের নেই৷