আজ পৃথিবীর অল্পবয়স্ক তরুণীরা  প্রতিবাদী হচ্ছে---এটা একটি শুভ লক্ষণ

লেখক
প্রবীর সরকার

বর্তমানে তরুণী শিক্ষিতা মহিলারা যাদের বয়স বেশী নয়, নানা সামাজিক বিষয়ে তারা সচেতন হয়ে গভীর তাৎপর্যপূর্ণ ও সাহসী বক্তব্য রাখছে৷ বর্তমান পৃথিবীতে আন্তর্জাতিক স্তরেও  বিশেষ করে সেই সব মহিলা যারা শিক্ষিতা তারা অত্যন্ত ব্যথিত ও দুঃখিত হয়ে বক্তব্য রাখছেন ইণ্টারনেটে৷ সেগুলি অত্যন্ত বেদনার ও দৃষ্টি আকর্ষণকারী৷ সম্প্রতি ট্যুইটে এক ষোড়শী মহিলা ব্যাকুলভাবে সাবধানবাণী উচ্চারণ করেছেন৷ তাঁর নাম গ্রেটা থুনবার্গ৷  তাঁর সাবধানবাণীটি বিশ্বের তাবড় ও ক্ষমতাবানদের প্রতি হুঁশিয়ারি---‘এখনও যদি কিছু না কর আমরা তোমাদের ক্ষমা করব না৷’ এর কারণ পৃথিবীর পরিবেশ দূষিত হচ্ছে, প্রকৃতি ধবংস হচ্ছে তাতে মনুষ্যের বসবাসের অযোগ্য হয়ে উঠছে এই পৃথিবী---তাই এই সাবধানবাণীটি৷ মিস গ্রেটা রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে এই বলে বক্তব্য রাখেন৷

তিনি প্রশ্ণ করেন পৃথিবীর পরিবেশ দূষণে ও প্রাকৃতিক সম্পদ গাছপালা ধবংস হচ্ছে---এর প্রতিকারে তোমরা কি করছ? পৃথিবী মনুষ্য বাসের অযোগ্য হয়ে উঠছে এর প্রতিকারের দিকে তোমাদের নজর নেই৷ উত্তেজিত হয়ে তিনি বলেন---তোমাদেরএত দুঃসাহস হয় কী করে?

এদিকে ভারতের মিস্ কোহিমার জনৈক প্রতিযোগী নাম ভিকু ওনিয় সাচুকে যিনি একজন বিচারক, তিনি বলেন যদি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তালাপের সুযোগ পাই তাহলে প্রশ্ণ করব ---‘গোরুদের থেকে নারীদের দিকে  বেশী নজর দিন৷’ ১৪ই অক্টোবর পোষ্ট হওয়া ভি.ডি.ওটি কয়েক লক্ষ বার দেখানো হয়েছে৷ বর্তমানে সারা পৃথিবী নানাভাবে মানুষের, ক্ষমতাবানদের অসংযমী আচরণে চরম বিষাক্ত হয়ে চলেছে৷ তাতে ছোট ছোট মেয়েরা পর্যন্ত কাতর হয়ে পড়ছে৷ তাই তারা তাদের দুঃখের কথা ব্যাকুলভাবে ব্যক্ত করছেন৷ এতে কি কোন সুরাহা হবে? তবে যাইহোক তাদের আন্তরিকতা, সাহসিকতা বিশেষ করে তরুণীদের ও অন্যান্যদের চোখ খুলে দিচ্ছে এই সব ব্যাপারে৷ তবে এটা ঠিক কোন প্রতিবাদ ব্যর্থ হয় না৷ আজ সকলকে সচেতন হতে হবে ও অন্যায়ের প্রতিরোধ করতে হবে৷ কারণ তারা আগামী দিনে এই পৃথিবীর নবজাতকদের অভিভাবক হবেন৷