অজ্ঞতায় কর্মীরা বিপাকে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রবীন্দ্রনাথ বলেছেন দেশজ্ঞান না থাকলে দেশপ্রেম হয় না৷ বাঙলা দখলের নেশায় বিজেপির পরিযায়ী নেতারা দিনে দিনে বাঙলা প্রেমিক হয়ে উঠছেন৷ তবে তাঁদের বাঙলা-জ্ঞানের বহর দেখে দলের নীচু তলার কর্মীরাও চরম অস্বস্তিতে৷ বিদ্যাসাগর সহজপাঠ লিখেছেন, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছেন, নেতাদের জ্ঞানগর্ভ বত্তৃণতায় এসব শোণা গেছে৷ এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মন্তব্যে গ্রামবাঙলার অজ্ঞ লোকটিও হাসছেন৷ এই যদি বাঙলাজ্ঞানের বহর হয়, বাঙলা প্রেম তবে কত না জানি!

গত ৯ই জানুয়ারী নাড্ডা কাটোয়ায় গিয়েছিলেন জনসভা করতে৷ কাটোয়ার জগদানন্দপুরে জনসভার আগে পাশের রাধাগোবিন্দের পঞ্চরত্ন মন্দিরে গিয়েছিলেন৷ সভায় উঠে তিনি বলেন আমি যে মন্দিরে গিয়েছিলাম সেখানেই মহাপ্রভু দীক্ষা নিয়েছেন৷ নাড্ডার এই কথাই বিজেপি কর্মীদের লজ্জায় ফেলেছে, কারণ কাটোয়ার ওই মন্দিরটি তৈরীই হয়েছে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রায় ৩০০ বছর পরে৷ এই যাদের বাঙলার ইতিহাসে জ্ঞানের বহর, তাদের বাঙলা প্রেমে না-জানি কতই জল!