আকর্ষণ

লেখক
জিতেন্দ্রলাল মণ্ডল

আমার সকল কথা মাঝে

তোমার বাণী অরূপ সাজে রাজে হিয়াতে

ঝিনুক বুকে মুক্ত ভরা, খুঁজে খুঁজে বাহির করা

গাঁথি মালাতে৷

এদিক ওদিক চলছি খন,মাঝে দাঁড়িয়ে

তুমি তখন টানছ আমায় লহর ধারায়

সোজা পথেতে৷

কত শোভা ছড়ায় আভা, দৃষ্টি হতে মিষ্টি প্রভা

ঝরে আঁখিতে৷

তোমার ঝলক চকিত এসে

ঝিলিক মারে মনের দেশে, ভাসি শোভাতে৷

যখন তোমায় মনে পড়ে, দেখি আমার খেলাঘরে

সুধা ধারাতে৷

দুলছি দোলন জীবন দোলায়,

কান্না হাসির সুর রে ছড়ায়

তোমার সুরেতে,

তুমি যে গো মধ্যমণি, মোহন সুরে বাঁশির ধবনি

বাজাও মাঝেতে৷