আমি তো রোজ স্বপ্ন দেখি

লেখক
শ্রী রবীন্দ্রনাথ সেন

আমি তো রোজ স্বপ্ণ দেখি নতুন ভোরের

আমি তো রোজ স্বপ্ন দেখি নতুন দিনের

অমানিশার অবসানে এসেছে নতুন ঊষা

দেখেছি তিমির বিনাশী নতুন দিশা

উদার আকাশে বিহঙ্গরা মেলে পাখা

মুক্ত বাতাসে দোলে সবুজের শাখা৷

দেখি পৃথিবীর সাজিখানি ভরা নানা ফুলে

কাঞ্চন কেয়া কুন্দ কুমুদ কমলে

সুষ্ঠু সবল সুন্দর সতেজ প্রতি দল

সুরভিত সুশোভিত হাসে অনুপল

শ্যামল সুন্দর মধুর ধরাতল৷

মানুষে মানুষে নেই বিভেদ ঘৃণা–বিদ্বেষ

জ্ঞানের আলোয় ভরা মুক্ত বুদ্ধির এক দেশ৷

শোষণ বঞ্চনা নেই,

নেই নিদারুণ যন্ত্রণা অনাহার

আধি ব্যাধি হয়েছে শেষ, শেষ দম্ভ অহংকার৷

গুণী পায় মান, ঋষি পায় সম্মান

কর্ষক শ্রমিক সবারই সমান অধিকার৷

তীব্র কটাক্ষ চক্ষে তবু মৃদু হাসি হেসে,

ভৈরব বেশে কারা যেন দাঁড়িয়েছে এসে৷

আর দেরী নয় ঃ তাই অবশেষে

ভালবেসে সবে পাশাপাশি বসে

ভাগ করে পান করে মধু

ধরণীর মধুভাণ্ড হতে৷