আনন্দমার্গে চর্যাচর্য বিধিমত শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১)

নিজস্ব সংবাদদাতা, হাওড়া  ঃ আমতার মুক্তিচক গ্রামের নরহরি মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয়৷ নিষ্ঠাবান আনন্দমার্গী ও মার্গের সক্রিয় কর্মী নরহরি মণ্ডল গত ২৬শে অক্টোবর সকালে আনন্দমার্গের কলকাতা কেন্দ্রীয় আশ্রমে মার্গগুরুদেবের মহাপ্রয়াণ দিবসের কীর্ত্তন চলাকালীন দেহত্যাগ করেন৷

২৬শে অক্টোবর সকাল থেকেই তাঁর গ্রামের বাসভবনে শোকাহত আত্মীয়স্বজন ও সংঘের কর্মীরা আসতে থাকেন৷ সকাল ১১টায় শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ প্রথমে প্রভাত সঙ্গীত ও বাবানাম কেবলম্ মহানাম মন্ত্র কীর্ত্তনের পর এক ভাবগম্ভীর পরিবেশে মূল অনুষ্ঠান শুরু হয়৷ শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন মার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বজয়ানন্দ অবধূত৷ আনন্দমার্গ দর্শন ও সমাজশাস্ত্র বিষয়ে বক্তব্য রাখেন আচার্য সুদীপানন্দ অভধূত, আমতা আনন্দমার্গ সুকলের টীচারইন-চার্জ শ্রী লক্ষ্মীকান্ত হাজরা৷ এরপর স্মৃতিচারণা শুরু হয়৷ স্মৃতিচারণা করেন অবধূতিকা আনন্দরেখা আচার্যা, অবধূতিকা আনন্দ রূপালীনা আচার্যা, জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা, কেন্দ্রীয় সমাজসচিব বকুল রায় ও আরও অনেকে৷

২)

হুগলী থেকে জ্যোতিবিকাশ সিন্হা ঃ হুগলী জেলার পুরশুরা ব্লকে সোদপুর গ্রাম নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী মথুরানাথ মান্নার মাতৃদেবী অলকাবালা মান্নার শ্রাদ্ধানুষ্ঠান চর্যাচর্য বিধি অনুসারে গত ৬ই নভেম্বর ২০১৯ বুধবার শ্রীযুক্ত মান্নার বাসভবনে অনুষ্ঠিত হয়৷ শ্রীমতী অলকাবালা মান্না গত ২৯শে অক্টোবর ২০১৯ তারিখে ৮৪ বছর বয়সে পরলোক গমন করেন৷

প্রভাতসঙ্গীত, সিদ্ধমন্ত্র ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন, ইশ্বর প্রণিধান ও সাধ্যায়ের পরে শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন করা হয়৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হুগলীর ডায়োসিস সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ এই অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে বহু আনন্দমার্গী ও অন্যান্য গ্রামবাসীরা উপস্থিত হন৷

আচার্য সুবিকাশানন্দ অবধূত কীর্ত্তন মহিমা ও আনন্দমার্গের চর্যাচর্যের বিধি সম্বন্ধে আলোচনা করেন৷