আনন্দমার্গের চর্যাচর্য বিধিমতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিম মেদিনীপুরের ভুক্তিপ্রধান শ্রীভবানীশঙ্কর ঘোষ প্রয়াত হন গত ৩০শে সেপ্ঢেম্বর৷ তিনি একজন আদর্শ আনন্দমার্গী ও সংঘের একনিষ্ঠ কর্মী ছিলেন৷ দীর্ঘদিন তিনি পশ্চিম মেদিনীপুরের ভুক্তিপ্রধান হয়ে যোগ্যতার সঙ্গে কাজ করে গেছেন৷ তাঁর একমাত্র পুত্র শুভেন্দু ঘোষও মার্গের একজন আদর্শ অনুগামী ও ‘আমরা বাঙালী’ সংঘটনের কেন্দ্রীয় কমিটির সদস্য৷

ভবানীশঙ্কর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান তাঁরই নিজ বাসভবন পশ্চিম মেদিনীপুরের বড়চাটি গ্রামে আনন্দমার্গীয় চর্যাচর্য বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয় গত ১০ই অক্টোবর৷

ওই দিন সকাল থেকে শোকাহত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও সংঘটনের বহু কর্মী ও নেতৃবৃন্দ যথা প্রাক্তন ভুক্তিপ্রধান (পূর্ব মেদিনীপুর) সুভাষ প্রকাশ পাল, শিক্ষক বিদ্যাসাগর মাহাত প্রমুখ  উপস্থিত হন৷

সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমে প্রভাত সঙ্গীত ও ‘বাবানাম কেবলম’ মহানাম মন্ত্র কীর্ত্তনের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷ কীর্ত্তন পরিবেশন করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, আচার্য অনির্বান ব্রহ্মচারী প্রমুখ৷ এই শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আনন্দমার্গের কেন্দ্রীয় সংযোগ সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত৷