আনন্দমার্গের পক্ষ থেকে বৃক্ষরোপণের উদ্দেশ্যে চারা বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ঝাড়গ্রাম ঃ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে গত ২৩শে সেপ্টেম্বর আনন্দমার্গের ‘পিক্যাপ’-এর পক্ষ থেকে গ্রামের ৮০টি পরিবারের মধ্যে আম, সবেদা, পেয়ারা, নেবু ইত্যাদির চারা বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত, আচার্য কল্পনাথানন্দ অবধূত, স্থানীয় পঞ্চায়েৎ সদস্য আশীষ দে, রবীন্দ্রনাথ বেরা প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ও পরিচালনা করেন সজল সেনাপতি৷ প্রসঙ্গত উল্লেখ্য যে আনন্দমার্গের ‘পিক্যাপ’  Prevention of cruelty to animals and plants) সংঘটনটি নব্যমানবতাবাদ তত্ত্বের ওপর আধারিত একটি সংঘটন৷