আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় সোনা জিতল ভারত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ম্যাটিও পেলিকোন র‌্যাঙ্কিং সিরিজে ৬৫ কেজি বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার টুলগা টুমুর ওচিরকে হারিয়ে সোনা জিতেছেন ভারতের বজরং পুনিয়া৷

কে জানত এমন ঐতিহাসিক মুহূর্তের কথা এমনকি গত সোমবারও  ০-২ পয়েন্টে  পিছিয়ে ছিলেন বজরং৷ কিন্তু লড়াইয়ের শেষ মুহূর্তে বাজিমাত করেন বজরং৷ করোনা পরিস্থিতিতে সর্বকালের সবথেকে সেরা  কুস্তিগির বজরং ছিল সার্কিটের বাইরে৷ কিন্তু তিনি এই সময়টাকেও নিজের দক্ষতা অর্জনের কাজে লাগিয়েছেন৷ তিনি এই সময়টায় নিজের ডিফেন্সের দারুণ উন্নতি ঘটিয়েছেন৷ তার ফলেই না শেষ মুহূর্তে টুলগাকে বোঝাতে পেরেছেন তাঁর দক্ষতা৷ টুলগা ইতিমধ্যেই টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছে৷ কিন্তু বজরং জানিয়েছেন ---‘টুলগাকে হারিয়ে আমি শান্তি পেয়েছি৷’ এরপর থেকে তার জাতীয় শিবিরে যাবার প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ কারণ সামনেই আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ানশিপ৷