আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবীতে আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিজস্ব সংবাদদাতা ঃ গত ২১শে ফেব্রুয়ারী আমরা বাঙালীর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, উত্তর কলকাতায় এই উপলক্ষ্যে আমরা বাঙালীর এক কর্মী সমাবেশ হয় ওপার বাঙলায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী রফিকউদ্দিন আহমেদ, সফিউর রহমান, আবদুস সালাম, আবুল বরকত প্রভৃতি যাঁরা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে প্রাণ বিসর্জন দিয়েছেন সেই আন্দোলনকে স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হয়, আমরা বাঙালীর কর্মী-সমর্থকগণ ভাষা-শহীদদের প্রতিকৃতি ও বাংলা ভাষাকে সমস্ত প্রকার অবদমন থেকে মুক্ত করার দাবী সম্বলিত ফেস্টুন সহকারে ট্যাবলো সাজিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দিতে শ্যামবাজার থেকে মাণিকতলা-ধর্মতলা হয়ে বিড়লা তারামণ্ডলের নিকটে ভাষা শহীদ বেদীর স্থানে পৌঁছন, সেখানে ভাষা শহীদরদর প্রতিকৃতিতে মাল্যদান করেন আমরা বাঙালীর সচিব বকুল চন্দ্র রায়, সুনীল চক্রবর্ত্তী, বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে শ্রীমতী গোপা শীল ও অন্যান্য নেতৃবৃন্দ৷ এরপর তাঁরা হাজরা মোড়ে এসে পৌঁছন৷ এখানে অনুষ্ঠিত পথসভায় ২১-র ভাষা আন্দোলন তাৎপর্য ও বাংলা ভাষা-সংসৃকতির ওপর বর্তমানে যে তীব্র অবদমন চলছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আমরা বাঙালীর সচিব বকুল রায়, জেলা সচিব সুনীল চক্রবর্তী, হিতাংশু ব্যানার্জী, উৎপল কুণ্ডু চউধুরী প্রমুখ৷ তাঁরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম প্রভৃতি বাঙালী অধূ্যষিত এলাকায় সমস্ত সরকারী-বেসরকারী কাজ বাংলা ভাষায় করার দাবী জানান৷ এছাড়া প্রভাত সঙ্গীত ও বাংলার দেশাত্মবোধক সঙ্গীত---আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি প্রভৃতি সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী সুপ্রিয়া ভৌমিক ও সুরশ্রী মাইতি৷ তাঁদের পরিবেশিত সুললিত সুরের মুর্চ্ছনার সঙ্গীতাবলী উপস্থিত সকলকে মোহিত করে৷
পুরুলিয়া ঃ গত ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয় পুরুলিয়া জেলার আমরা বাঙালী দলের জেলা কার্যালয়ে জাগ্রত রাঢ়ভবনে৷ শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে উপস্থিত সদস্যবৃন্দ৷ এরপর একটি বর্ণাঢ্য মিছিল কার্যালয় থেকে বের হয়ে পুরুলিয়া শহর পরিক্রমা করে বেলা ২-ঘটিকায় পুরুলিয়া জেলাশাসক মারফৎ স্মারকলিপিটি মহামান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদান করা হয়৷ স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন জেলার জেলাসচিব লক্ষ্মীকান্ত মাহাত, শিবপ্রসাদ মাহাত, প্রফুল্ল মাহাত, শক্তিপদ গরাঞ, নাগেশ্বর মাহাত, ঠাকুরদাস কিসকু প্রমুখ৷
বোকারো ঃ গত ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ও সর্বত্র বাংলা ভাষা চালুর দাবীতে একটি পথসভার আয়োজন করা হয়৷ উক্ত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মনোতোষ মণ্ডল, বেকারো জেলার জেলা সচিব চণ্ডীচরণ মাহাত, স্থানীয় শিক্ষক যোগেশ্বর মাহাত, নিতম মুণ্ডা প্রমুখ৷
শিলিগুড়ি ঃ শিলিগুড়ি আমরা বাঙালী কার্যালয় বরেন্দ্রভবনে শহীদ বেদীতে মাল্যদান করেন জেলা সচিব বাসুদেব সাহা, জয়া সাহা, খুশীরঞ্জন মণ্ডল, রামপ্রসাদ সরকার প্রমুখ৷ এরপর শিলিগুড়ি শহর পরিক্রমা করে মহকুমা শাসকের মারফৎ মুখ্যমন্ত্রীকে এক স্মারকলিপি প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন জেলা সচিব বাসুদেব সাহা, সহ সচিব শম্ভু সূত্রধর, কেন্দ্রীয় সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মণ্ডল, কমলা সাহা, সুশীল সরকার প্রমুখ৷
স্মারকলিপি প্রদানের পর ভেনাস মোড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ও সর্বত্র বাংলা ভাষা চালুর দাবীতে একটি পথসভার আয়োজন করা হয়৷ পথসভাটিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মণ্ডল, রামপ্রসাদ সরকার, দেবাশীষ ঘোষ প্রমুখ৷
মুর্শিদাবাদ ঃ গত ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুর্শিদাবাদের রাণীনগর ব্লকের কাজীপাড়ায় শহীদ বেদীতে মাল্যদান করেন আমরা বাঙালীর প্রবীণ কর্মী শ্রী নরেন্দ্রনাথ বিশ্বাস, দিব্যেন্দু চৌধুরী, বিশ্বরূপ প্রামাণিক ও অন্যান্য সদস্যবৃন্দ৷ এরপর কাজীপাড়ায় একটি পথসভার আয়োজন করা হয় পথসভায় বক্তব্য রাখেন নরেন্দ্রনাথ বিশ্বাস, দিব্যেন্দু চৌধুরী, বিশ্বরূপ প্রামাণিক প্রমুখ৷
রায়গঞ্জ ঃ ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সর্বত্র বাংলা ভাষা চালুর দাবীতে মহকুমা শাসকের মারফৎ উত্তর দিনাজপুর জেলা সচিবের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে একটি স্মারকলিপি প্রদান করা হয়৷ স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন জেলা সচিব গৌতম বিশ্বাস, ও জেলা কমিটির সদস্যবৃন্দ
কোচবিহার ঃ গত ২১শে ফেব্রুয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা বাঙালী কোচবিহার শাখার পক্ষ থেকে বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় দুপর ১১টায় শহীদ ক্ষুদিরাম বসুর মূর্ত্তির পাদদেশে৷ দলের কর্মী সমর্থকগণ মিলিত হয়ে শোভাযাত্রা করে জেলাশাসকের করণে উপস্থিত হন৷ জেলা সচিব শ্রী সন্তোষ কুমার মোদকের নেতৃত্বে পাঁচ জনের একটি প্রতিনিধ দল সর্বস্তরে বাংলা ভাষা চালু ও অন্যান্য দাবীর ভিত্তিতে মানীনয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি জেলা শাসকের নিকট প্রদান করেন৷ তারপর শোভাযাত্রাটি কোচবিহার শহরের কাছারি মোড়ে এবং দাস ব্রাদার্স মোড়ে দুটি পথসভা করে ও শহর পরিক্রমা করে৷ পথসভায় বক্তব্য রাখেন আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সুবোধ বর্মণ, বরেন্দ্রভূমির কেন্দ্রীয় সাংঘটনিক সচিব শ্রী দলেন্দ্র নাথ রায়, কেন্দ্রীয় কমিটির পঞ্চশাখা সচিব হরিদাস মোদক, শ্রী বাবলা দেব ও অন্যান্যরা৷
বনগাঁ ঃ উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ ব্লক কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ও সর্বস্তরে বাংলা ভাষাকে প্রধান ভাষা হিসেবে মর্যাদা দিয়ে সরকারী ও বেসরকারী সমস্ত কাজে শুধুমাত্র বাংলা ভাষাকে ব্যবহারের দাবীতে একটি শোভাযাত্রা বের করা হয়৷ শোভাযাত্রাটি সকাল ১০-৩০-এ বনগাঁর ত্রিকোণ পার্ক থেকে মিছিল করে বনগাঁ শহরের বাটার মোড, কোর্ট মোড় ও মতিগঞ্জ পরিক্রমা করে পেট্রোপোল বর্ডারের সমাবেশে মিলিত হয়৷ সেখানে আমরা বাঙালী দলের বরিষ্ঠ নেতৃবৃন্দ---তারাপদ বিশ্বাস, অসীম বিশ্বাস, সন্তোষ কুমার বিশ্বাস, সাগরিকা পাল প্রমুখ বক্তব্য রাখেন৷
শোভাযাত্রাটিতে উপস্থিত ছিলেন বনগাঁ ব্লকের ব্লক সচিব তুষার বিশ্বাস, তরুণ দাস, কুমুদ দাস ও অন্যান্য নেতৃবৃন্দ৷ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে মিলিত আহারে আপ্যায়িত করা হয়৷
চুঁচুড়া ঃ ২১শে ফেব্রুয়ারী আমরা বাঙালী হুগলী জেলার পক্ষ থেকে চুঁচুড়ার খাদিনা মোড়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়৷ সর্বপ্রথমে শহীদ বেদীতে মাল্যদান করার পর ভাষা-শহীদদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ আমরা বাঙালী হুগলী জেলা সচিব সহ সকল নেতৃবৃন্দ শহীদ বেদীতে মাল্যদান করেন পরে অমর ভাষা-শহীদদের অবদান ও ভাষা-আন্দোলন সম্পর্কে আলোচনা করেন৷ জ্যোতিবিকাশ সিন্হা ও গোবিন্দ প্রসাদ পাল মহাশয় হুগলী জেলার বিভিন্ন ব্লক থেকে নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব নেতা শ্রী মানস মণ্ডল৷