আরো ১৪ বছরের জেল লালুর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
লালু

দেশের  বহু দুর্নীতির  খবরের শিরোনামে এখন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম৷ পশুখাদ্য কেলেঙ্কারীর প্রধান পান্ডা হিসাবে তিনি চিহ্ণিত৷ ইতোমধ্যে  পশুখাদ্য  কেলেঙ্কারীর তিন তিনটে মামলায় তিনি সাজা খেটে চলেছেন৷ ইতোমধ্যে পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় অর্র্থৎ দুমকা কোষাগার মামলায়, গত শনিবার ২৪শে মার্চ রাঁচির  বিশেষ সিবি আই  আদালতের  বিচারপতি শিবপাল সিং,  লালুপ্রসাদ  যাদবের  বিরুদ্ধে ১৪ বছরের কারাদণ্ড ঘোষণা করেন৷ সেই সঙ্গে  ৬০ লক্ষ টাকা জরিমানাও  করেন৷

এই মামলায়  আরজেডি দলের লালুপ্রসাদ সহ ১৯ জনের নাম তালিকাভুক্ত ছিল কিন্তু লালুপ্রসাদ দোষী সাব্যস্ত হ’লেও আসামীর তালিকা থেকে  বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ১২ জনকে আদালত অভিযোগ থেকে মুক্ত করেছেন৷

মামলায় দুটি ধারা অনুযায়ী ৭ + ৭ মোট ১৪ বছরের কারাদণ্ডের আদেশ বিভিন্ন  ধারায় লালুকে  শোনান হয়৷