July 2018

ভূস্বর্গে ব্যর্থ সরকারের শাসনে কেন্দ্রের শাসন কায়েম হয়েছে পুনরায়, তাই জনগণ আশা করে কিছুটা শান্তি

সমস্যা সংকুল জম্মু-কশ্মীরে বিজেপি সমর্থিত পিডিপি সরকারের পতন ঘটলো ১৯শে জুন৷ কারণ বিজেপি দল মেহেবুবা মুফতির সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়৷ এরপর মেহেবুবা রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করেন৷ এই জম্মু-কশ্মীরে গত ২০০৮, ২০১৫, ২০১৬ ও বর্ত্তমান রাজ্যপালের শাসন চালান বর্তমানের রাজ্যপাল মিঃ এন.এন ভোরা ৷ এবারে তাঁর ২য় বারের শাসন কালের মাত্র কয়েকদিন আছে যদিও তিনি পরিবর্তিত পরিস্থিতিতে আপাততঃ ২৬ শে আগষ্ট পর্যন্ত অমরনাথ যাত্রা পর্যন্ত রাজভবনে থেকে যাবেন৷ হয়তো তাঁর রাজ্যপালের মেয়াদ বেড়ে যেতে পারে৷ এই ভূস্বর্গে বিধানসভা নির্র্বচন মনে হয় আগামী ২০১৯-এর প্রথম দিকে একসঙ্গে লোকসভা নির্বাচন হতে পারে৷

যোগ দিবসে অসমের আনন্দমার্গ আশ্রমে যোগপ্রশিক্ষণ

গত ২১শে জুন আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে অসমের আমবাগান আনন্দমার্গ আশ্রমে যোগদর্শন নিয়ে আলোচনা ও একই সঙ্গে যোগ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়৷ যোগদর্শন নিয়ে আলোচনা করেন আচার্য বিবেক ব্রহ্মচারী৷ তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে প্রায় ৭ হাজার বছর পূর্বে ভগবান শিব মানুষের সর্র্বত্মক কল্যাণের উদ্দেশ্যে এই যোগবিদ্যা মানুষের সমাজে প্রচার করেছিলেন৷ শিবের পর শ্রীকৃষ্ণ এই যোগবিদ্যাকে প্রচার করেন৷ আড়াইহ াজার বছর পূর্বে মহর্ষি পতঞ্জলি এই যোগবিদ্যার ওপর দর্শন রচনা করেন৷ বর্তমান কালে মহাযোগী পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী সর্বসাধারণের কল্যাণের উদ্দেশ্যে এই যোগবিদ্যাকে ৪টি স্তরে বিভাজিত করেন৷ সেগুলি হ

নজরুল স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্মরণে গত ২৬শে মে সন্ধ্যায় শ্যামবাজার সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে এক সাংস্কৃতিক বাতাবরণের উদ্যোগ নেওয়া হয়৷ ওই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী মধুসূদন বর্মন, গোপাল বর্মন, রুদ্র রায় ও প্রদ্যুৎ মিশ্র প্রমুখেরা৷ উচ্চাঙ্গ সঙ্গীতের বরেন্য শিল্পী বরেন্দ্র মোহন বর্মনের দুই পুত্র মধুসূদন ও গোপাল বর্মন তবলা ও শ্রীখোল বাজিয়ে সাংস্কৃতিক পরিবেশটি মাতিয়ে তোলেন৷ অসামান্য নজরুল গীতি পরিবেশন করেন রুদ্র রায়৷ আলাপ ও গায়কীতে সম্পূর্ণ রাগের ছোঁয়ায় আবিষ্ট ছিলেন দর্শকবৃন্দ৷ বেশ কয়েকটি গজল পরিবেশন করে শিল্পী রুদ্র রায় দর্শকদের মুগ্ধ করেন৷ 

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আনন্দমার্গের যোগসাধনার প্রচার

গত ২১ শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, চোপরা, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ইসলামপুর আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য প্রাণেশ ব্রহ্মচারীকে তাঁদের ছাত্র ও অধ্যাপকদের সামনে যোগও ধ্যানের ওপর বক্তব্য রাখতে আমন্ত্রণ জানান৷ আচার্য প্রাণেশ ব্রহ্মচারী তাঁদের সামনে প্রথম যোগ দর্শন নিয়ে বক্তব্য রাখেন৷ এরপর বিভিন্ন যোগাসন প্রদর্শন করেন ও সেগুলিও উপকারিতার কথা বলেন৷ তিনি প্রায় শতাধিক ছাত্র ও শিক্ষককে যোগসাধনা শেখান৷

বঙ্গাইগাও শহরে আনন্দমার্গী প্রথায় বিবাহ

গত ১৮ই জুন সন্ধ্যায়, অসমের বঙ্গাইগাঁও অধিবাসী শ্রী নকুলচন্দ্র সাহা ও শ্রীমতী শুকতারা সাহার প্রথমা কন্যা কল্যাণীয়া নিবেদিতার সঙ্গে পশ্চিমবঙ্গের রঘুনাথগঞ্জ নিবাসী স্বর্গীয় আশুতোষ সাঁতরা ও স্বর্গীয়া জ্যোৎস্না সরকারের কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত সমাজশাস্ত্রানুসারে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, সাধনা, গুরুপূজার পর শহরের সুসজ্জিত ‘টেরাপন্থ ভবনে’ বিভিন্ন স্থান থেকে আগত শত শত অতিথিবৃন্দ আনন্দমার্গের সন্ন্যাসী-সন্ন্যাসিনীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই শুভ বিবাহে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করে

পরলোকে সম্ভুত্যানন্দজী

গত ২২শে জুন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সম্ভূত্যানন্দ অবধূত পরলোক গমন করেন৷ তিনি সংঘের দুর্দিনে বহু মূল্যবান পরামর্শ দিয়ে মিশনের প্রভূত উপকার করেছেন৷ তাঁর মৃত্যুতে সংঘের অপূরণীয় ক্ষতি হ’ল৷ আনন্দনগরে তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হয়৷

বিহারে আনন্দমার্গের যোগের প্রচার

আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে সীতামারির (বিহার) ডুমরা জেলা সুপারিন্টেণ্ডেন্ট জেল ক্যাম্পাসের মধ্যে যোগাসন ও যোগসাধনার ওপর এক আলোচনার ব্যবস্থা করেছিলেন৷ তাতে ৮০০ জন বন্দী ছাড়াও পুলিশ, পুলিশ অফিসাররা ও জেল সুপরিণ্ডেট নিজেও উপস্থিত ছিলেন৷ সীতামারি আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপ্যাল অনির্বাণ ব্রহ্মচারী এখানে যোগের ওপর আলোচনা করেন ও যোগ প্রশিক্ষন দেন৷

পশ্চিম মেদিনীপুরে যোগের ওপর আলোচনাসভা

পশ্চিমমেদিনীপুরের টাটা মেটালিক স্কিল ডেবেলাপমেন্ট সেন্টার, আই আই টি কলেজের পক্ষ  থেকে আন্তর্র্জতিক যোগ দিবসে আনন্দমার্গের আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূতকে তাঁদের প্রতিষ্ঠানে যোগের ওপর আলোচনার জন্যে আমন্ত্রণ জানানো হয়৷ আচার্য চিরাগতানন্দজী ও আচার্য নিত্যতীর্র্থনন্দজী সেখানে প্রায় ৩৫০ ছাত্র-ছাত্রা, অধ্যাপক ও প্রিন্সিপ্যালের সামনে যোগের ওপর ক্লাশ নেন৷ তাঁরা যোগের প্রকৃত অর্থ ব্যাখ্যা করে বলেন, যোগ বলতে কেবল যোগাসন বোঝায় না৷ যোগের প্রকৃত অর্থ হচ্ছে, জীবমনের সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটানো৷ এর জন্যে শরীরেও মনকেও সুস্থ রাখার প্রয়োজন৷ তাই যোগাসন ও যোগের অপরিযোগ্য অঙ্গ৷ তাঁরা যোগাসন ও যোগসাধনার প্রশিক্ষ

কাঠমুন্ডুতে আনন্দমার্গের যোগের প্রচার

নেপালের কাঠমুন্ডুস্থিত নয়াবাণেশ্বর আশ্রমে কয়েকশত ভক্ত ও ছাত্র যুবার সামনে আনন্দমার্গের কেন্দ্রীয় ধর্মপ্রচার সচিব আচার্য বিকাশানন্দ অবধূত যোগসাধনার ওপর বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বলেন, মানুষের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক এই তিন দিকেরই উন্নতির জন্যে যোগসাধনা প্রতিটি মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়৷ আজ সমাজের যে চরম নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, তা থেকে সমাজকে রক্ষা করতে পারে এই যোগ৷ আচার্য পরিপূর্র্ণনন্দ অবধূতের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি ব্যবস্থাপনা হয়৷

গাইঘাটায় আনন্দমার্গের চিকিৎসা শিবির

উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকে সোসাডাঙ্গা গার্লস্ হাইস্কুল প্রাঙ্গনে গত ২৩শে জুন আনন্দমার্গ প্রচারক সংঘের তরফ থেকে একটি ফ্রি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ এই চিকিৎসা শিবিরে স্থানীয় দুঃস্থ রোগীদের বিনা ব্যায়ে চিকিৎসা করা হয়৷ তাদের ফ্রি ওষুধও দেওয়া হয়৷ এই চিকিৎসা শিবিরে চিকিৎসক ছিলেন ডাঃ নির্মল সরকার৷ এদিন ৯০ জন দুঃস্থা রোগীর চিকিৎসা করা হয়৷ এই চিকিৎসা শিবিরের ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন কুমুদ দাস, দীপঙ্কর মণ্ডল ও এই জেলার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস৷