August 2019

গঙ্গানগরে অখণ্ড কীর্ত্তন

গত ১৪ই জুলাই উত্তর ২৪ পরগণার গঙ্গানগর নিবাসী শ্রী অরবিন্দ করের বাড়ীতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ শতাধিক ভক্তের সমাগমে ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রে মুখরিত হয়ে ওঠে অরবিন্দ করের গৃহ প্রাঙ্গণ৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও মার্গী ভাইবোনেরা৷ এরপর শুরু হয় অখণ্ড কীর্ত্তন৷ তিন ঘণ্টা ব্যাপী এই অখণ্ড কীর্ত্তনের কীর্ত্তন পরিবেশন করেন শ্রীহরলাল হাজারি, শুভজিৎ হাজারি ও দাদা আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত৷

মাইক্রোবাইটাম ও দধি

বিজ্ঞানের আলোয় দধির উপকারিতা ও কল্যাণকর ভূমিকা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আরও যে সর্বাধিক ও সর্বশেষ চাঞ্চল্যকর তথ্য ও তত্ত্বগুলি আমরা পাচ্ছি শ্রদ্ধেয় শ্রী পি. আর.

ইংলণ্ড বিশ্বসেরা হ’ল নাকি ইংলণ্ডকে বিশ্বসেরা করা হ’ল

শেষ ম্যাচ দিয়েই শুরু করা যাক৷ বিশ্বকাপ ফাইনাল৷ উপভোগ্য লড়াই দেখা গেছে ব্যাটে বলে৷ ৫০ ওভারের ম্যাচে দুই দলই ২৪১ রান করেছে৷ ম্যাচ টাই হ’ল৷ এবার সুপার ওভার৷ সেখানেও টাই---দু-দলের রান সমান সমান৷ নিয়ম ছিল সুপার ওভারে যে দল বেশী বাউণ্ডারী মারবে সেই দলই জয়ী হবে---যদি দু-দলেরই রান সমান সমান হয়৷ এই নিয়মে চ্যাম্পিয়ন হয়ে গেল ইংলণ্ড৷ যে ম্যাচে বিশ্বসেরা হওয়ার লড়াই সেই ম্যাচে এই নিয়ম কতটা গ্রহণযোগ্য তা নিয়ে ক্রিকেট বোদ্ধাদের মধ্যে মতবিরোধ থাকবেই৷ ফুটবলে তো পেনাল্টি হয়৷ সেখানে ফল সমান সমান হলে ‘সাডেন-ডেথ’ বলে একটি নিয়ম রয়েছে৷ ক্রিকেটেও সেই ধরণের ব্যাটে-বলের ক্ষুদ্র প্রতিযোগিতা সুপার ওভারের পরে করা যেত না

জার্র্মনিতে এয়ার রাইফেলে এবার সোনা জয় করলেন ‘বাঙালী কন্যা’ মেহুলি ঘোষ

জার্র্মনিতে জুনিয়র বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়ে দলগত ইভেন্টে স্বর্ণজয়ী হলেন বাঙালী কন্যা মেহুলি ঘোষ৷  জুনিয়র বিশ্বকাপে গত ১৫ই জুলাই সোমবার জামার্নিতে এয়াররাইফেল প্রতিযোগিতায়  মেহুলি, এলাভেনিল ভালারিভালান ও শ্রেয়া আগরওয়ালের  দল ১০ মিটারে সোনা জেতার পথে  বিশ্ব রেকর্ড করে ফেলেন৷  এরপর ব্যক্তিগত ইভেন্টেও সোনা পান এলাভেনিল৷ রুপো জেতেন মেহুলি৷

একই টুর্ণামেন্টে নাদাল ও জেকোভিচকে হারাতে পারলেন না ফেডেরার, উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন জেকোভিচ

১৬ তম গ্রান্ড স্ল্যাম জিতে জেকোভিচ উচ্ছসিত নন, কিন্তু তিনি আনন্দিত৷ কারণ বিশ্বসেরা  টেনিস খেলোয়াড় ফেডেরারকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ান হয়েছেন৷ ৯০ থেকে ৯৫ শতাংশ দর্শক ফেডেরার পক্ষে চিৎকার করছিলেন,সেন্টার কোর্টে তখন ম্যাচ ফিফটি ফিফ্টি সেই অবস্থায় মাথা ঠাণ্ডা রেখে সার্বিয়ার টেনিস তারকা জেকোভিচ তাঁর স্বপ্ণের উইম্বলডন ছিনিয়ে নিলেন৷ তার জয়ের মুকুটে আর একটি পালক জ্বল জ্বল করবে৷ তবু বরাবরের মতো জেকোভিচ তেমন উচ্ছসিত নন৷ সাংবাদিক সম্মেলনে বিনয়ী জেকোভিচ জানালেন রাফায়েল নাদাল ১৮টি  ও ফেডেরার ২০টি গ্রান্ডস্ল্যাম জিতেছেন৷ সেদিক থেকে বিচার করলে তিনি তাঁদের থেকে পিছিয়ে৷ তাই ভবিষ্যতে আরও খেলার স্বপ্ণ দেখেন তিন

মহামান্য বিচারালয়ের সিদ্ধান্ত রায় লেখা হবে বাংলাতেও

অবশেষে সুপ্রিম কোর্টের বোধদয় হ’ল৷ বিচারের রায় বাংলা ভাষাতেও প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়ে বাংলা ভাষাকে তার প্রাপ্য মর্যাদা দিল ভারতের মহামান্য বিচারালয়৷

বর্ধমান ষ্টেশনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত  থেকে পিছিয়ে গেল কেন্দ্র

বর্ধমান ষ্টেশনের নাম পরিবর্তন করে বাংলার আর এক সুসন্তান বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক৷ সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ হতেই বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে৷ ‘আমরা বাঙালী’ সংঘটনও গত ২৬শে জুলাই বর্ধমান ষ্টেশনে বিক্ষোভ দেখায় ও নাম পরিবর্তনের প্রতিবাদে ষ্টেশন ম্যানেজারের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রককে একটি স্মারকপত্র দেন৷ ‘আমরা বাঙালী’র বক্তব্য বিপ্লবী বটুকেশ্বর দত্তকে সম্মান জানাবার আরও অনেক পথ রয়েছে৷ কিন্তু বর্ধমান নামের সঙ্গে বাংলার এক গৌরবোজ্জ্বল অতীত জড়িয়ে আছে৷ বর্ধমান নামটি এসেছে জৈন ধর্মের মহান গুরু বর্ধমান মহাবীরের নাম থেকে৷ বর

নব্যমানবতাবাদী শিক্ষার ওপর গবেষণা করে ডক্টরেট পেলেন সুনন্দিতা ভৌমিক

ডঃ সুনন্দিতা ভৌমিক ভূবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রি লাভ করেন৷ তাঁর গবেষণার বিষয় ছিল---‘ছাত্রদের সর্বাত্মক ব্যষ্টিত্বের বিকাশের ওপর আনন্দমার্গ স্কুলের নব্যমানবতাবাদী শিক্ষার প্রভাব৷’ তিনি গবেষণা করেছিলেন ভূবনেশ্বরের রিজিওনাল ইনষ্টিটিউশন অফ এডুকেশন (আর.ই.আই., এন.সি.ই.আর.টি)৷

ডঃ সুনন্দিতা ভৌমিক বর্তমানে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিভাগের সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত৷

বর্তমান ক্ষয়িষ্ণু সমাজকে বাঁচাবে আধ্যাত্মিক নীতিবাদে প্রতিষ্ঠিত সদবিপ্র

প্রাউটিষ্ট ইয়ূনিবার্সাল দিল্লী সেক্টরের উদ্যোগে গত ২৬,২৭,২৮শে জুলাই রাইগঞ্জ আনন্দমার্গ স্কুলে তিন দিনের একটি লিডার্সশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ তিন দিনের এই ক্যাম্পটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের সেক্রেটারী জেনারেল আচার্য রবীশানন্দ অবধূত ও  দিল্লী সেক্টরের চিফ সেক্রেটারী আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত৷

তিন দিনের এই ক্যাম্পে প্রাউট দর্শনের সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়৷ মূল আলোচ্য বিষয় ছিল---‘বর্তমান ক্ষয়িষ্ণু সমাজকে বাঁচাতে আধ্যাত্মিক নীতিবাদে প্রতিষ্ঠিত আদর্শ নেতৃত্বের প্রয়োজন’৷

বাংলা বিভাগের নামফলক থেকেই বাংলা উধাও

মনোজ দেব

ত্রিপুরা 

বাংলা প্রেমের স্বরূপটা প্রকাশ পাচ্ছে বিজেপি শাসিত ত্রিপুরায়৷ ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামফলক থেকেই বাংলাকে ছেঁটে দেওয়া হয়েছে৷ রাজ্যে রাজ্যে আঞ্চলিক ভাষাগুলোকে বিলুপ্ত করে হিন্দী চাপানোর যে প্রবণতা নেহেরু সরকার শুরু করেছিল, মোদী জমানায় সেই প্রবণতা আরও বহুগুন বেড়েছে৷ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমে বাংলাকে সরিয়ে হিন্দী চাপানোর কাজ জোর কদমে চলছে৷ ত্রিপুরা ও অসমে কেন্দ্রের শাসক দলই শাসন ক্ষমতায় থাকায় সোজা পথেই সেটা করছে৷ পশ্চিমবঙ্গে নানা কৌশলে হিন্দী চাপানোর প্রয়াস করছে দিল্লীর বিজেপি সরকার৷