August 2020

স্টাডি ইন ইন্ডিয়া!

বাণিজ্যের পাশাপাশি এবার শিক্ষাক্ষেত্রেও বিদেশীলগ্ণির দরজা খুলে দেওয়া হল ফলে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলি ভারতে তাদের ক্যাম্পাস খুললে সবরকম সুযোগ সুবিধা দেওয়া হবে বলে মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছেন এর ফলে দেশের শিক্ষাব্যবস্থার বেসরকারীকরণ, বিদেশীকরণও বাণিজ্য করণের আয়োজন পাকা হল আত্মনির্ভর ভারতে স্টাডি ইন্ ইন্ডিয়ার অর্থ দাঁড়াল---দেশের মাটিতে বসে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পাঠ নেওয়া।

বন্যা কবলিত অসমে এ্যামার্ট

নিজস্ব সংবাদদাতা ঃ বন্যা বিধবস্ত অসমের কামরূপ জেলার বন্যাকবলিত অঞ্চলে গত ২২ থেকে ২৪ শে জুলাই পর্যন্ত ব্যাপক ত্রাণ বন্টন করে আনন্দমার্গ ইউনিবার্সাল রিলিফ টিম চাল-আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী বন্টন করা হয় প্রদীপ চৌধুরী মার্গী ভাই বোনেদের উদ্যোগে এই ত্রাণ বন্টনের আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িতে দিয়েছিল।

 

তত্ত্ব সভা

২৮ শে জুলাই আনন্দ নগর সংলগ্ণ লায়াডি  গ্রামে আনন্দমার্গের স্থানীয় শালার পক্ষ থেকে একটি তত্ত্বসভার আয়োজন করা হয় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক প্রসস্থ ও সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউট ছিল আলোচ্য বিষয় সভায় বক্তব্য রাখেন আচার্য সত্য স্বরূপানন্দ ও আচার্য সুদীপানন্দ অবধূত সম্মেলনে শতাধিক মার্গী শতাধিক মার্গী ভাইবোন যোগ দেন।

কোটশিলা-উকগ্রামে একটি  আলোচনা সভার আয়োজন করেন বিশিষ্ট আনন্দমার্গী নাগেশ্বর মাহাত আনন্দমার্গ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আচার্য সুদীপানন্দ অবধূত।

 

লামডিং আশ্রমে বৃক্ষরোপন

অসমে হোজাই জেলার লামডিং শহরে আনন্দমার্গ আশ্রমে বৃক্ষরোপণ করেন ডিএসকোহিমা আচার্য সদবুদ্ধনন্দ অবধূত ও আচার্য শুভ্রজ্যোতিশানন্দ অবধূত বিভিন্ন ধরণের ফল, ফুল, শাকসব্জি প্রভৃতি  হাজারের ওপর গাছ লাগান হয়।

 

লক্ডাউনের বিধিনিষেধ মেনে অনাড়ম্বর পরিবেশে পালিত হয় শ্রাবণী পূর্ণিমা

প্রতিবছরের মতো এবছরও ৩রা আগষ্ট কলকাতার কাশীমিত্র ঘাটে আনন্দমার্গের পক্ষ থেকে শ্রাবণী পূর্ণিমা উৎসব পালন করা হয় লক্ডাউনের বিধিনিষেধ থাকায় অল্প সংখ্যক মার্গীদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে উৎসব পালিত হয় ১৯৩৯ সালে এই শ্রাবণী পূর্ণিমাতেই শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী কলকাতার কাশীমিত্র ঘাটে  তখনকার কুক্ষ্যাত ডাকাত কালীচরণকে দীক্ষা দিয়ে  তার দস্যু বৃত্তির বিনাশ ঘটিয়ে তাকে আলোর পথে চলার দিশা দেখান শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী তখন কলকাতা বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন প্রতিদিন গঙ্গার তীরে তিনি সান্ধ্য ভ্রমনে যেতেন অভ্যাস মতো সেদিনও শ্রাবণী পূর্ণিমার আলো আঁধারের পরিবেশে  ভ্রমণ শেষে কাশীমিত্র ঘাটে বসে বিশ্রাম

লক্ ডাউনের পরিবর্তিত দিন

সামাজিক উৎসব ও অনুষ্ঠানের জন্য লক্ডাউনের ঘোষিত দিন আবার পরিবর্তিত হয় আগষ্টের পরিবর্তিত লক্ডাউনের দিন---

৫ই আগষ্ট, বুধবার

৮ই আগষ্ট, শনিবার

২০শে আগষ্ট, বৃহস্পতিবার

২১শে আগষ্ট, শুক্রবার

২৭শে আগষ্ট, বৃহস্পতিবার

২৮শে আগষ্ট, শুক্রবার

৩১শে আগষ্ট, সোমবার

 

আচার্য প্রশান্তানন্দ অবধূতের কর্মনিষ্ঠ জীবনের সমাপ্তি

টচলে গেলেন আচার্য প্রশান্তানন্দ অবধূত গত ৩রা আগষ্ট শ্রাবণী পূর্ণিমার দিন রাত্রি ৮ ঘটিকায় তাঁর কর্মনিষ্ট জীবনের সমাপ্তি হয় বর্তমানে তিনি হাইতিতে আনন্দমার্গের একটি ট্রেনিং সেন্টারে পোষ্টিং ছিলেন গত কয়েকদিন তিনি অসুস্থতার কারণে হাইতির একটি হাসপাতালে ভর্তি ছিলেন সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর আচার্য প্রশান্তানন্দ অবধূত আনন্দমার্গ প্রচারক সংঘের একজন আদর্শনিষ্ট ও কর্মনিষ্ট সন্ন্যাসী ছিলেন ১৯৭৯ সালে তিনি সংঘে সর্বত্যাগী কর্মী হয়ে যোগ দেন তিনি ছিলেন একজন শৃঙ্খলা পরায়ণ ও সংঘে আত্মনিবেদিত প্রাণ কর্মী গত ৪০ বছরের বেশি সময় ধরে তিনি সংঘে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে

বাঙালী জাতির প্রতি অসমের মন্ত্রীর অশালীন মন্তব্যের  প্রেক্ষীতে কিছু গুরুত্বপূর্ণ কথা

আচার্য সাত্যাশিবানন্দ অবধূত

অসমের রাজস্বমন্ত্রী ভবেশ কলিতার বাঙালী জাতি সম্পর্কে সাম্প্রতিক অশালীন মন্তব্য শুধু নিন্দনীয় নয়, ঘৃণার বিষয় অসমের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে, অসমের রঙ্গিয়া এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বন্টন করতে গিয়ে অসমের মন্ত্রী ভবেশ কলিতা বলেছেন, বাঙালীরা খচ্চর জাতি।

কোভিড পরবর্তী অর্থনীতি ঃ দর্শন ও দিশা

সুকুমার সরকার

পূর্ব প্রকাশিতের পর,

 আধিদৈবিক ও আধ্যাত্মিক স্তরের বিজ্ঞান দিয়েই তার মোকাবিলা  করতে হবে আর এই জন্যই শ্রীপ্রভাতরঞ্জন সরকার তাঁর অর্থনৈতিক তত্ত্বে এই বিষয়গুলির অবতারণা করেছেন অর্থনীতিতে এই বিষয়গুলি যে অতীব গুরুত্বপূর্ণ তা কোভিড পরিবর্তিত পরিস্থিতি মানুষকে ভাবতে বাধ্য করেছে।

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

কলকাতা কুমারটুলির বিশিষ্ট আনন্দমার্গী শ্রীচঞ্চল পাল অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তার একমাত্র পুত্র শুভ পাল বর্তমান গত ৩রা আগষ্ট কুমারটুলির বাসভবনে চঞ্চল পালের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেনঙ কালীপদ পোড়ে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন চঞ্চল পালের পুত্র শুভ পাল।