অসার কলহ

লেখক
বিশ্বদেব  মুখোপাধ্যায়

টিভির বিভিন্ন বাংলা নিউজ চ্যানেলে রাত ৮টা বাজলেই শুরু হয়ে যায় পশ্চিমবঙ্গের তথাকথিত তিন-চারটি রাজনৈতিক দলের নেতা ও এক বা দুজন রাজনৈতিক বিশ্লেষককে  নিয়ে আলোচনা বিভিন্ন নাম দিয়ে৷ যখন টিভিতে প্রথম এ ধরণের অনুষ্ঠান শুরু হয়েছিল, তখন খুব মনোযোগ দিয়ে শুনতাম৷ এখন আর ভালো লাগে না৷ ৮টা বাজলে হয় টিভি বন্ধ করে দিই নতুবা অন্য চ্যানেলে ঘুরিয়ে দিই৷ এ কেবল আমার কথা নয়, পরিচিত অনেকের সাথেই  কথা বলে দেখেছি তাদের ও একই মত, তারাও বিরক্ত৷ গঠনমূলক কোনো আলোচনা নেই, শুধু কাদা ছোঁড়াছুঁড়ি৷ আসলে যাঁদের আনা হয় অনেক সময় মনে হয়েছে এঁরা বুঝি সবজান্তা৷ অথচ কোনো বিষয়েরই সুষ্ঠু সমাধান এঁদের কাছ থেকে পাওয়া যায় নি৷ এছাড়া  যাঁরা ঐ আলোচনা সভাগুলিতে আসেন তাঁদের কথাবার্তা শুনলে মনে হবে তিনি বা তাঁর দল সঠিক, বাকিরা সবাই ভুল৷ অথচ যাঁরা  এই সভায় আসেন তাঁদের দল কোনো না কোনো রাজ্যে ক্ষমতায়  ছিল বা আছে৷ আবার কেউ কেউ কেন্দ্রে ক্ষমতাসীন ছিল বা এখনও আছে৷ এঁদের সব বক্তব্য শুনলে মনে হবে এঁদের রাজত্বে সব কিছু  যেন সুন্দরভাবে চলেছিল বা চলছে৷ বর্তমানে এই আলোচনাগুলির মান অত্যন্ত নিম্নগামী বলেই আমার মত অনেকেরই মনে হয়েছে৷ সকলেই কাদা ছোঁড়াছঁুড়িতে ব্যস্ত৷ হয়তো অনেক সমস্যার সমাধান বিষয়ে এঁদের সম্যক জ্ঞানও নেই! ব্যতিক্রমী দুএকজন অরাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন যাঁদের বক্তব্য ভালো লাগে৷

নিউজ চ্যানেল গুলি কেন যে এই ধরণের আলোচনার আয়োজন করেন ও এর থেকে যে কী নির্যাস বেরিয়ে আসে, তা ঐ চ্যানেল কর্তৃপক্ষই বলতে পারেন, আমার মত সাধারণ মানুষদের মগজে কিছুই ঢোকে না৷ শুধু একে অপরের বিরুদ্ধে যে চিৎকার চেঁচামেচি করে ও সঞ্চালক মশাই তাদের থামানোর যে চেষ্টা করেন সেটুকুই দেখতে বা শুনতে পাই৷ তখন মাথা ঝিমঝিম করতে থাকে৷ অথচ  এই আলোচনা গুলোকেই একটা উচ্চমার্গে নিয়ে যেতে পারত চ্যানেল কর্ত্তৃপক্ষ৷ রাজ্যে জ্ঞানী, গুনী বা কৃতি মানুষের অভাব নেই৷ যাঁরা বিভিন্ন বিষয়ে দক্ষ ও যাঁদের কাছে নতুন নতুন পরিকল্পনা  আছে  তাঁদেরকে ডাকলে শুধু আমাদের শুনতে যে ভালো লাগত, তাই নয়, এঁদের আলোচনা শুনলে হয়তো রাজ্য তথা দেশের উপকারই হোতো৷ অনেক সমস্যার সমাধানও হয়তো বেরিয়ে আসত এইসব আলোচনার মধ্যে দিয়ে৷ কেন এই গুটিকতক লোককে যারা বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তাঁদেরই ডাকা হয়? তাঁরা কী সব বিষয়েই দক্ষ? জানি না  এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা, তবে একইরকমভাবে এই অনুষ্ঠান  চালিয়ে গেলে তা আমার কাছে সময় নষ্ট বলেই বিবেচিত হবে৷ আর দেশের বা দশের উপকারেও আসবে না৷