আসন্ন অলিম্পিক নিয়ে জাপানের জনগণ উৎসাহী নয়

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

অলিম্পিক্স হোক সেটা চাইছেন না জাপানের  অধিকাংশ মানুস৷ জনমত সমীক্ষায় উঠে এল এমনই এক তথ্য৷ করোনা নিয়ে এখনো ভুগছে জাপান কোভিডের তৃতীয় ওয়েভে নাজেহাল দেশ৷ এই পরিস্থিতিতে সেখানকার জনগণ কি করে এত মত স্পোর্টসের আয়জনের সঙ্গে একমত হতে পারে কারণ দেশ বিদেশ থেকে প্রতিযোগীরা আসবেন তাদের থেকে বা অতিরিক্ত ভিড়ের ফলে এই সংক্রমণ আরও বৃদ্ধি পায় তাহলে কি হবে এই সমস্ত চিনতা সকলের মাথায় চলছে৷ তাই এই মুহূর্তে অলিম্পিক্সের কথা এদেশের মানুষ ভাবতেই চায় না৷ জনমত সমীক্ষা করে জানা গেছে জাপানের প্রায় ৮০ শতাংশ মানুষ অলিম্পিক্সের বিরোধিতা  করেছেন ও নিজেদের অলিম্পিক্সের বিরূপ মতবাদ দিয়েছেন৷ কিয়াডো নিউজের মাধ্যমে জানা গিয়েছে, দেশ জুড়ে মোট ১০৪১ জলের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে৷ এর মধ্যে ৩৫ শতাংশ মানুষ বলেছেন যে তাঁরা একেবারে আলিম্পিক্স বাতিলের পক্ষে৷ আর ৪৫ শতাংশ মানুষ বলেছেন যে তাঁরা আরও একবার অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার পক্ষে৷ তবে টোকিও অলিম্পিক্সের আয়োজকরা একেবারেই পিছিয়ে দেওয়ার পক্ষপাতী নন৷ বৃহত্তর টোকিয়োর যতই জরুরি অবস্থা থাক, তাঁরা অলিম্পিক্স নির্দিষ্ট সময়েই হবে বলে জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী সুগাও  নিরাপদ ও সুরক্ষিত অলিম্পিক্স হবে বলে আশ্বস্ত করেছেন৷

কারণ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে  যাবে আর এটা একবার হলে জনগণের মতামতের পরিবর্তনও হতে  পারে৷ তবে এমতবস্থায় জনগণ যে অলিম্পিক্সের বিরোধিতা করছেন তা স্পষ্টতই বোঝা যাচ্ছে৷