আসন্ন টেস্ট সিরিজে ফিরে আসছেন কিউই পাখিদের এক্সপ্রেস ‘বোল্ট’

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

চোটের জন্য এর আগে  ভারতের বিরুদ্ধে খেলতে পারে নি বোল্ট৷ তাই সূত্র অনুসারে, জানা গেছে আসন্ন টেস্ট সিরিজে ফিরতে পারেন বোল্ট৷  অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে  টেস্টে খেলার সময় হাত ভেঙেছিল বোল্টের৷ তারপর থেকে এই বাঁ-হাতি  পেসার মাঠের বাইরেই ছিলেন৷  ২১ তারিখ থেকে শুরু প্রথম টেষ্টে নিউজিল্যাণ্ডের  বোলিং আক্রমণ সামলাতে  পারেন বোল্ট, টিম সাউদি ও নিল ওয়াগনার৷ তবে নিউজিল্যাণ্ড কোট গ্যারি স্টিড ইঙ্গিত দিয়েছেন৷ প্রথম টেষ্টে  খেলতে  দেখা যেতে পারে কাইল জেমিসনকেও৷ স্টিডের কথায়,  ‘‘কাইল কিন্তু  ওয়েলিংটনের  ভাল পিচ  থেকেও বাউন্স  আদায় করে নিতে পারে৷ এই ব্যাপারটা আমরা মাথায়  রেখেছি৷’’ বোল্টের প্রত্যাবর্তন নিয়ে কোচ  বলেছেন, ‘‘বোল্টকে পাওয়ায় অবশ্যই আমরা শক্তিশালী হয়ে যাব৷  বল হাতে বোল্ট কী করতে পারে, আমরা সবাই জানি৷ ওর অভিজ্ঞতাও নিউজিল্যাণ্ডের  কাজে আসবে৷  দলে ফিরিয়ে আনা হয়েছে বাঁ-হাতি স্পিনার আজাজ পটেলকেও৷