আসন্ন টেস্টে অস্ট্রেলিয় -গ্রিনকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে  ভারতীয় বোলাররা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় পেসারদের  হাত থেকে  বেরনো ‘মিসাইল’ সামলাতে তাকে আনা হচ্ছে  আরও কঠিন পরীক্ষা নিতে হবে তাকে৷ তা টেষ্টের সিরিজ শুরু হবার আগেই জানালেন দিলেন গ্রিন৷

প্রস্তুতি ম্যাচেই উমেশ তাঁর দক্ষতা দেখিয়েছিলেন৷ একা উমেশে রক্ষে নেই৷ পরে প্রস্তুতি ম্যাচে তাঁর বিরুদ্ধে খেলবেন বুমরা , শামি৷ কিন্তু উমেশই কেন পরীক্ষা নেবে৷ কারণ প্রস্তুতি ম্যাচে উমেশ ৪ উইকেট নিয়েছিলেন৷ তাঁর উচ্ছ্বসিত  প্রশংসা করে গ্রিন বলেছেন--- ‘‘উমেশ যাদবের বিশ্বমানের দক্ষতার কথা বলতেই হয় আলাদা করে৷ কারণ যে উইকেটে  বল করছিল, সেখানে বোলারদের সাহায্য পাওয়া কঠিনই ছিল৷ বাতাসের  গতির বিরুদ্ধে বল করছিল উমেশ৷ কিন্তু ওকে সামলানো বেশ কঠিন৷  পরের প্রস্তুতি ম্যাচে গোলাপি বলে আমি বুমরা ও শামিকে খেলবো৷ ওটা আমার কাছে অন্যমানের চ্যালেঞ্জ৷ আরও কয়েক জনের বিরুদ্ধে খেলব৷ তবে বুমরাও বিশ্বমানের বোলার কিন্তু উমেশের কাছেও রক্ষা পাওয়ার আশা কম৷ বুমরার বোলিং অ্যাকশনও অন্য ধরণের ৷ ওর অ্যাকশনের সঙ্গে তাল মিলিয়ে খেলতেও কিছুটা সময় লাগবে, বুমরাকে সামলাতে হলে  নিজের খেলাকেও অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে হবে৷ ওকে বেশি খেললে অবশ্য পরের বারে অনেক সুবিধাই পাবো বলে মনে হয়৷ তাই যতটা সম্ভব অনুশীলন করার প্রয়োজন করতেই চাই৷