বাংলাদেশের ম্যাচে যোগ্যতা প্রমাণ করলেন ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

মাত্র ১৬ বছরের  শেফালি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংসের পারদর্শিতায় জুটেছে ম্যাচ সেরার পুরস্কার সাথে সাথে সকলকে মনে করিয়ে দিয়েছেন  সেই দুরন্ত ব্যাটস্ম্যান সহবাগের কথা৷ মেয়েদের টিমের শেফালি ভার্র্মর মধ্যে অনেকে বীরেন্দ্র সহবাগের ছায়া লক্ষ্য করেছেন৷

প্রথমে অষ্ট্রেলিয়া, তারপর বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দুরন্ত গতিতে এগোচ্ছে৷ শেফালিকে নিয়ে উচ্ছ্বসিত নাসের হুসেনও৷ তাঁর বক্তব্য,‘শেফালি ভার্র্ম, কিন্তু খেলতে জানে৷’

তবে শেফালি সম্ভবত সবচেয়ে বড় সার্টিফিকেট পেয়েছেন বীরেন্দ্র সহবাগের টুইটে করে তার প্রশংসা করা৷ এটাই তার ক্রীড়াজীবনের সবথেকে বড় প্রাপ্তি৷