বাঙালী ক্রিকেটারদের বঞ্চনার বিরুদ্ধে লড়তে হচ্ছে সুদূর অতীত থেকে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

একটা কথা প্রচলিত আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা৷ অথচ ভারতীয় দলে বাঙালী ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে ভদ্রলোকের মুখোশ পড়ে নির্বাচকরা অভদ্রভাবে অনীহা প্রদর্শন করেছেন সুদূর অতীত থেকে আজ পর্যন্ত৷ বঞ্চণার বিরুদ্ধে লড়াই করে মাঠে নিজেদের যোগ্যতার বাবার প্রমাণ দিয়ে তারপর হাতে গোনা কয়েকজন ভারতীয় দলের জার্সি ছিনিয়ে নিয়েছেন৷৷ প্রতিভা থাকা সত্ত্বেও অজানা কারণে দেশের হয়ে খেলার ইচ্ছেটা বাস্তবে রূপায়িত হতে পারেনি অনেক বাঙালী ক্রিকেটারের জীবনে৷ বহু বছর আগে প্রণব রায় ভারতীয় ক্রিকেট দলের ওপেনার ছিলেন৷ নিয়মিত ভাবে ভাল খেলার জন্যে তাঁকে দল থেকে বাদ দেওয়া যায়নি৷ তারপর দীর্ঘস্থায়ীভাবে ভারতীয় ক্রিকেট দলের বাঙালী সদস্যের হাতে গোনা কয়েকজন৷ উইকেট কীপার ব্যাটসম্যান সম্বরণ ব্যানার্জী, স্পিনার উৎপল চ্যাটার্জী প্রমুখরা ভারতীয় দলের জার্সি পেয়েছেন হাতে গোনা মাত্র কয়েকটি ম্যাচে৷ অনেক কটিন লড়াই করে সৌরভ গাঙ্গুলী দীর্ঘদিন ভারতীয় দলে ছিলেন৷ এখনও অনেক বাঙালী ক্রিকেটার আছেন যাঁরা ভারতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু নানা অজুহাতে তাঁদের বঞ্চিতই হতে হচ্ছে৷ অথচ ঋষভ, জাদেজারা বার বার ব্যর্থ হয়েও দলে থাকছেন, বারবার সুযোগ পাচ্ছেন৷ আর মনোজ-ঋদ্ধিমানরা পারফরম্যান্স দেখিয়েও দলের বাইরে---আশা কি ভদ্র ক্রিকেটীয় চিন্তাধারা!