বাঙলাদেশে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মুকুন্দপুর (বাঙলাদেশ) ঃ গত ১৯, ২০ ও ২১শে এপ্রিল বাঙলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত মুকুন্দপুরে বাঙলাদেশের আনন্দমার্গ শাখার বার্ষিক ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হ’ল৷ এই ধর্মমহাসম্মেলনে প্রায় দুই সহস্রাধিক ভক্ত উপস্থিত ছিলেন৷ বাঙলাদেশের বিভিন্ন জেলা থেকে আনন্দমার্গীরা যোগদান করেন৷ স্থানীয় সি.ডি.এ ট্রেনিং সেণ্টারে অনুষ্ঠিত এই ধর্মমহাসম্মেলনে মার্গগুরু-প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য ধ্যানেশানন্দ অবধূত৷ বিভিন্ন ধর্ম সম্মেলনে মার্গগুরুদেবের বিভিন্ন প্রবচন ছাড়াও তিনি তাঁর ঘনিষ্ঠ শিষ্যদের সাধনার যে সব গোপন সংকেত দিয়েছিলেন ও আদর্শ মানুষ হওয়ার জন্যে বিভিন্ন সময়ে যে সব মূল্যবান উপদেশ তিনি দিয়েছিলেন, আচার্য ধ্যানেশানন্দজী সেই সমস্ত সমবেত আনন্দমার্গীদের প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বলেন ও তাঁদের গভীর সাধনা ও সমাজসেবায় উদ্বুদ্ধ করেন৷

প্রতিদিন দু’বেলায় তিনি আধ্যাত্মিক প্রবচন দিতেন৷ এছাড়া বাঙলাদেশের ‘রাওয়া’ শাখার পক্ষ থেকে তিনদিন বিভিন্ন ধরণের প্রভাতসঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও নাটক পরিবেশন করে’ দর্শকদের যুগপৎ মনোরঞ্জন ও সঙ্গে সঙ্গে মার্গগুরুদেবের আদর্শকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়৷

(আগামী সংখ্যায় বিস্তারিত সংবাদ)