বিজয় হাজারে ট্রপিতে জিতল মুম্বাই

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

প্রয়াত অরুণ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন উত্তর প্রদেশের অধিনায়ক কর্ণ শর্র্ম৷ ওপেনার  মাধব শর্র্মর ১৫৬ বলে অপরাজিত ১৫৮, সমর্থ সিংহের ৫৫ ও আকাশদীপ নাথের ৫৫ রানের উপর ভর করে নির্র্ধরিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১২ রান তোলে উত্তরপ্রদেশ৷

তবে জবাবে মুম্বাইয়ের যখন নামে তখন এত বড় রান তাড়া করতে তাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি৷ শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন পৃথ্বী ও যশস্বী জয়সওয়াল৷ এদিন আবার ফিল্ডিং করার সময় পায়ে গুরুতর চোটও পেয়েছিলেন পৃথ্বী৷ কিন্তু ব্যাট করার সময় ব্যথা ভুলে সবকিছু ভুলে শুধু ম্যাচকে কিভাবে জয়ের পথে পৌঁছে দেওয়া যায় সেই চিন্তাই করছিলেন৷ ফলে প্রথম উইকেটে ঝড়ের গতিতে ৮৯ রান তুলে নেয় এই দুই তরুণ৷ তবে পৃথ্বী মাত্র ৩৯ বলে ৭৩ রান করে আউট হয়ে যায়৷ তাঁর ইনিংস ১০টি চার ও ৪টি ছয় দিয়ে সজ্জিত ছিল৷

এরপর মুম্বাইয়ের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন  অভিজ্ঞং খেলোয়াড় আদিত্য ও যশস্বী৷ দলের রান ১২৭ যখন, তখন যশস্বী আউট হয়ে যান৷ যদিও এতে দ্রুত রান তুলতে মুম্বাইকে বেগ পেতে হয়নি৷ ১০৭ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন দলের উইকেট রক্ষক  আদিত্য৷ ১৮টি বাউন্ডারির সাহায্যে ইনিংস সজ্জিত করেছিলেন তিনি৷ শেষের দিকে আদিত্যকে যোগ্য পার্টনারশিপ দেন শিবম দুবে৷ তিনি নিজেও ২৮ বলে ৪২ রান করেন৷ ফলে ৪১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে রান তুলে নেয় মুম্বাই ও ৬ উইকেটে উত্তরপ্রদেশকে পরাজিত করে বিজয় হাজারে ট্রপি জিতে নেয় মুম্বাই৷