বিক্ষোভ সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৭ই অক্টোবর দিল্লীতে গুরুং পন্থিদের সঙ্গে যখন স্বরাষ্ট্র দপ্তরের বৈঠক চলছে, তখন কলকাতা হাজরা পার্কে ‘আমরা বাঙালী’রবিক্ষোভ সভা চলছে৷ সভায় কেন্দ্রীয় সচিব শ্রী বকুল রায় বাঙলা ভাঙার চক্রান্ত রুখতে সমস্ত বাঙালী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান৷

 কেন্দ্রীয় কমিটির অপর সদস্য শ্রী জয়ন্ত দাশ বলেন--- আজ রাষ্ট্রদোহী গুরুং-এর সহযোগীদের সঙ্গে যে বৈঠক হচ্ছে---তিনবার বয়ান পাল্টেও বৈঠকের বিজ্ঞপ্তিতে বিজেপি সরকারের আসল উদ্দেশ্য বলেনি৷ বিজ্ঞপ্তির শেষ বয়ানে বলা হয়েছে জিটিএ সংক্রান্ত বিষয়ের বৈঠক৷ আসলে যেটা হয়েছে  তা হলো বাঙলা ভাঙার পরিকল্পনার বৈঠক৷ তিনি বলেন খুনের আসামী রাষ্ট্রদ্রোহী বিমল গুরুং-এর হুমকিতেই এই বৈঠকে বসতে বাধ্য হয়েছে স্বরাষ্ট্র দপ্তর৷ কারণ দার্জিলিংএ গুরুং যে অপকর্ম করেছে কেন্দ্রীয় শাসক দলের মদত ছাড়া তা করা সম্ভব ছিল না৷ ফেরারী গুরুং এখন কেন্দ্রীয় শাসকদলের আশ্রয়ে  বন্দী জীবনে আর থাকতে চাইছে না৷ তাই গুরুং গোর্খাল্যাণ্ড নিয়ে চূড়ান্ত বোঝাপড়া করতে চাইছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে৷ নতুবা রাজ্য প্রশাসনের কাছে আত্মসমর্পণ করবে গুরুং৷ তাতে বিজেপির মুখ পুড়বে৷

বাঙালী ছাত্র যুব সমাজের সচিব তপোময় বিশ্বাস বলেন বাঙলা ভাঙতে এলে দিল্লী আর একবার অগ্ণিযুগের বাঙলাকে দেখবে৷ বৃহত্তর আন্দোলনের জন্যে প্রস্তুত হচ্ছে বাঙালী জনগোষ্ঠী৷ বাঙলার  সীমানা নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না৷ আর বাঙলা ভাগ নয়৷ এবার বাঙলা জোড়ার দিন আসছে৷ বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম প্রভৃতি রাজ্যের সঙ্গে যুক্ত বাঙলার অংশ এবার বাঙলাকে ফেরৎ দিতে হবে৷