বোধোদয়

লেখক
কৌশিক খাটুয়া

তাঁহার আলোয় উদ্ভাসিত

রবি-শশী-তারা-ধরা,

বিশ্ব-ভূবন জনগণ-মন

তৃপ্ত মধুতে ভরা৷

অনাদি-অসীম-অপার-অনন্ত

এসব ভাবনা নিতান্ত ভ্রান্ত,

ঈশ্বর, সেতো মাটি দিয়ে গড়া

তবে কেন এত বিশেষণে ভরা!

বিধাতার কাছে কত দেনা আছে

কেমনে শুধিবো ঋণ,

ঋণের হিসাব নির্ধারণে

কেটে যাবে শেষ দিন!

তার থেকে ভালো কৃতজ্ঞ চিত্তে

থাক পূর্ণ সমর্পণ,

নিষ্ঠা-ভক্তি-প্রণাম নিবেদনে

শরীর-আত্মা-মন৷

নিজে থেকে যবে ভেদিয়া দুয়ার

শুভ চেতনায় জড়তা পরিহার,

আলোর বার্র্ত বয়ে নিয়ে এসে

‘এ পথেই চলো’ বললেন হেসে৷

বিশ্বভাণ্ড ভরে রেখেছেন

বিশ্বের ভাণ্ডারী,

জীব জগতের সব প্রয়োজনে

জাগ্রত কাণ্ডারী৷

কল্যাণময় বিধাতা-পুরুষ

এসেছেন জীবের কল্যাণে,

তাঁহাকে চিনিতে নিজেরে জানিতে

ভ্রমিণু কঠোর সাধনে৷

মানস-মন্দির পবিত্র থাক

বেদিটি পরিচ্ছন্ন,

পরম পিতার স্থায়ী আবাস

জীবনটা হোক ধন্য৷