বসন্তকাল

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

বন্ধ্যা মাটি স্বপ্ণ দেখে  ফুলের বাগান,     দখিন হাওয়ায় মন্দ্রিত তার    বন্দনা-গান৷

ডানার শিশির রৌদ্রে মোছে    শঙ্খচিল,

নেই কুয়াশা বিষণ্ণ্তার---    আকাশ নীল৷

রাতের আকাশ সরায় আঁধার   সূর্যোদয়,

পাষাণ-বুকে সুপ্ত প্রাণের       অভ্যুদয়৷

বন-মাতানো কুহু কুহু  মন মাতাল,

পলাশ বনে লাগলো আগুন     বসন্তকাল৷