ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালী যুবকের অস্বাভাবিক মৃত্যু

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন বীরভূম জেলার কুইটা গ্রামের বাসিন্দা পঁচিশ বছরের যুবক আকেবর আলি৷ ৩রা নভেম্বর সন্ধ্যায় তার মৃতদেহ ফিরে আসে গ্রামের বাড়ীতে৷ আকেবর আলি একটি ঠিকাদার সংস্থার হয়ে মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে গিয়েছিলেন৷ ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই যুবকের৷ কিন্তু দুর্ঘটনার কারণ বা কীভাবে মারা গিয়েছেন সে সব কিছু জানানো হয়নি৷ শনিবার ২রা নভেম্বর বাড়ীতে ফোন করে জানানো হয় গত বৃহস্পতিবার কাজ করতে গিয়ে আকেবর মারা গিয়েছেন৷ প্রায় একমাস আগে আকেবর পুনে গিয়েছিলেন৷ তার বাবা অনেকদিন আগেই মারা গিয়েছেন৷

ঠিকাদার সংস্থার আচরণ ও আকেবরের মৃত্যু নিয়ে এলাকার মানুষের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে৷ আকেবর মারা গিয়েছে বৃহস্পতিবার, অথচ খবর দেওয়া হয় শনিবার৷ কাজ করতে গিয়ে মারা যাওয়ার পরও ঠিকাদার সংস্থা কোনও ক্ষতিপূরণ দেয়নি৷ আকেবরের পরিবারের সঙ্গে অত্যন্ত অমানবিক ব্যবহার করেছে ঠিকাদার সংস্থা৷

বীরভূম সদাইপুর থানার বিভিন্ন গ্রামের বহু যুবক ভিন্ রাজ্যে কাজে যায়৷ একমাস আগেও সাহাপুর গ্রামের এক যুবক উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে মারা যায়৷ এইভাবে এক মাসে ভিন রাজে করতে গিয়ে দুজনের মৃত্যু এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে৷