ভোটের ভণ্ডামী!

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গেছে৷ ভোটের ভাঁড়ার ভরতে অনেকেই এখন ভোল পাল্টাচ্ছে৷ গত নির্বাচনে যিনি বাঙালীকে উইপোকা ঘুষপেটিয়া বলেছিলেন তিনি নিজেই এখন বাঙালী হতে চাইছেন৷ ২০১৪ লোকসভা নির্বাচনে যিনি বাঙালীকে বাক্স-প্যাঁটরা নিয়ে তৈরী থাকতে  বলেছিলেন বাংলাদেশ যাওয়ার জন্য, খবরে প্রকাশ তিনিও এখন বাংলা শিখছেন বাঙালী হওয়ার জন্যে৷ ভিনরাজ্য থেকে পঞ্চরত্ন এসেছেন বাঙলায় নির্বাচন সামলাতে৷ কারণ ভূমিজ রত্নদের প্রতি খুব একটা আস্থা নেই৷ আসলে তৃণমূল না হলেও ভূমিজরা তো বাঙালীই৷ তাই বাঙালীতে আস্থা না রেখে বাঙালী সাজার চেষ্টা ষোল আনাই ভণ্ডামী!

ইতিমধ্যে গোল বেধেছে বহিরাগত নিয়ে৷ কারণ ভিন্ন রাজ্য থেকে এক ঝাঁক নেতা আসছেন বাঙলায় ভোটযুদ্ধে অংশ নিতে৷ এদের বিরুদ্ধেই মূলত বহিরাগতের অভিযোগ৷ তবে এ বিষয়ে সোস্যাল মিডিয়ায় অনেকের অভিমত বহিরাগতের পরিবর্তে পরিযায়ী শব্দটি ব্যবহার করার৷ তাঁদের মত যদি একরাজ্য থেকে অন্যরাজ্যে কাজে গেলে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে, তেমনি একরাজ্য থেকে অন্যরাজ্যে ভোট করতে গেলে তাদের পরিযায়ী নেতা বলা হোক৷ তবে বহিরাগত বা পরিযায়ী যাই হোক বাঙালী হওয়ার চেষ্টাটা যে ভোটের ভণ্ডামী এ নিয়ে কোন বিতর্ক নেই৷