চাষীভাই চাষ করে

লেখক
রামদাস বিশ্বাস

চাষীভাই চাষ করে হাল আর বলদ নিয়ে

কেউ তার খোঁজ রাখে না খায় সে কি দিয়ে৷

সর্ষে বুনে ফোটাবে সে কত হলুদ ফুল

মউমাছিরা গান শোনাবে আনন্দে আকুল৷

সর্ষে তেলে তেল মাখাবে চাটুকারের দল

সরল চাষী বুঝবে না তার মনে কত ছল৷

মাথার ঘাম পায়ে ফেলে চাষী খেটে মরে

আড়ৎ ভরা সর্ষে জমে বড়লোকের ঘরে৷