চোরা শিকারীদের নয়া কৌশল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি উত্তরবঙ্গ জলদাপাড়া জাতীয় উদ্যানে কোদালবস্তী জঙ্গলে গণ্ডার হত্যার ঘটনায় বিমল নার্জিয়ারী ও গোপাল সিং নামে দুই চোরা শিকারী ধরা পড়ে৷ উত্তরবঙ্গ বন্যপ্রাণী বিভাগের আধিকারিকের জেরার মুখে তারা বলে বন্দুকের পরিবর্তে তারা অরুণাচল প্রদেশে তৈরী একটি বিশেষ ধরণের গুলতির সাহায্যে পটাসিয়াম সায়নাইড মাখানো সিরিঞ্জ ছুঁড়ে তারা গণ্ডার হত্যা করে তার শিং কেটে নিয়ে গিয়ে বিক্রি করে৷

খবরে প্রকাশ জলদাপাড়ার জাতীয় উদ্যানের কোদালবস্তী জঙ্গলে এইবাবে গণ্ডার হত্যা করে তার শিং কেটে  নিয়ে চোরাশিকারীরা পালিয়ে যায়৷ তদন্তে নেমে বন বিভাগ ওই এলাকা থেকে ছয় জনকে গ্রেফতার করে৷ সেই সঙ্গে গণ্ডার হত্যায় ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেল ও গণ্ডারের শিং উদ্ধার হয়৷ এছাড়া অরুণাচলে তৈরী ওই বিশেষ ধরণের গুলতি, সিরিঞ্জ ও রাসায়নিকও পাওয়া যায়৷

জেরার মুখে তারা বলে---রাইফেল নিয়ে জঙ্গলে ঢোকার চেয়ে গাছের ওপর বসে এই গুলতির মাথায় পটাসিয়াম সায়ানাইড মাখানো সিরিঞ্জ ছঁুড়ে গণ্ডার ও হাতি শিকারের এই কৌশল অনেক সহজ৷

উত্তরবঙ্গ বন দফতরের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন---কীভাবে এর মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করা যায়৷