ছাড় বজায় রেখেই লকডাউনের মেয়াদ বাড়ল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের মেয়াদ ছিল ৩০শে জুন৷ করোনা সংক্রমণ বাড়তে থাকায় লক ডাউনের  মেয়াদ বাড়িয়ে ৩১শে জুলাই পর্যন্ত করা হল, ২৪শে জুন নবান্নে সর্বদল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মুখ্যমন্ত্রী জানান৷ তবে সুস্থতার হারও বৃদ্ধি পাওয়ায় আনলক-১ এ যে সব ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বজায় থাকবে৷

শহীদ সৈনিকদের ‘আমরা বাঙালী’র শ্রদ্ধাজ্ঞ জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা ঃ গত ২২শে জুন শ্যামবাজারে ‘আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক অনুষ্ঠানে লাদাখ সীমান্তে  চীনা সৈন্যদের হামলায় নিহত ২০ জন ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান হয়৷ আমরা বাঙালীর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবী করা হয়, চীনা হামলাকারীদের যেন ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া না হয়৷ ওই একই মঞ্চ থেকে বাঙালী ছাত্রযুবসমাজের পক্ষ থেকেও দুইজন বাঙালী সৈন্য সহ ২০ জন  শহীদ সেনাকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷ মঞ্চে বক্তব্য রাখেন বাঙালী ছাত্র যুবসমাজের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস৷ ‘আমরা বাঙালী’ পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকেও নিহত সৈনিক শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়৷ জেলাসচিব শ্রীলক্ষ্মীকান্ত মাহাতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন---চীন সীমান্তে বীর ভারতীয় সৈনিকদের আত্মদান যেন ব্যর্থ না হয়৷ দেশের এক ইঞ্চি জমিও  যেন চীনা হামলাকারীদের দখলে না থাকে৷