COVID-19 অতিমারীতে ঘরবন্দী মানুষদের সাহায্যে এ্যামার্ট

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দ মার্গ ইউনিবার্সাল রিলিফ টীম(এ্যামার্ট)ভারত সহ সাড়া পৃথিবী ব্যাপী বিভিন্ন জায়গায় দুঃস্থ ঘরবন্দী মানুষের সাহায্য করে চলেছে। তারই কয়েকটা সংবাদ পরিবেশন করছি।

ম্যানিলা, ফিলিপাইনঃ
ম্যানিলা সেক্টর তথা ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বির্গী (Brgy Central) এলাকায় অ্যামার্ট (আনন্দ মার্গ ইউনিবার্স্যাল রিলিফ টীম) এর সেচ্ছাসেবক কর্মীরা স্থানীয় কোভিড - 19 এ কবলিত দুঃস্থ ব্যষ্টি দের মধ্যে 264 প্যাকেট খাদ্য (চাল, ডাল, সবজি) বিতরণ করেছেন। এছাড়া ঐ শহরের ক্যুজন (Quezon City ) এলাকায় 150 জন পরিবারের অভুক্ত দুঃস্থ দের মধ্যে টাটকা পুষ্টিকর রান্না করা খাবার বিতরণ করেছেন। সেখানকার কর্মীরা নিয়মিত নানারকম ভাবে সেবা কার্য করে চলেছেন বলে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন।

আমুরত মানিলা ১
ম্যানিলায় অ্যামার্ট

 

আমুরত মানিলা ২
ম্যানিলায় অ্যামার্ট