দার্জিলিং ঃ ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫০ কোটি টাকা

সংবাদদাতা
পি.এন.এ
সময়

দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে এ পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকার সরকারী সম্পত্তি নষ্ট হয়েছে৷ এই মর্মে কলকাতা হাইকোর্টের রেজিষ্টার জেনারেলের নিকট রাজ্য সরকারের তরফে এক রিপোর্ট জমা পড়েছে৷

দার্জিলিংয়ের সাম্প্রতিক বনধ ও হিংসাত্মক আন্দোলনকে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথ মাত্রের ডিভিশন বেঞ্চ বে-আইনী ঘোষণা করেছেন৷ আদালত থেকে রাজ্য সরকারের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে কি পরিমাণ সরকারী সম্পত্তি নষ্ট হয়েছে এই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফ থেকে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে৷

এখানে উল্লেখ্য ২০১৩ সালে গোর্খা জনমুক্তি মোর্চা যে অনির্দিষ্ট কালের জন্যে বনধ ডেকেছিল তাতে ৬৯ কোটি টাকার মত সরকারী সম্পত্তি নষ্ট হয়েছিল বলে রাজ্য সরকার হাইকোর্টে রিপোর্ট দিয়েছিলেন৷ আদালত বলেছিলেন ওই ক্ষয়ক্ষতি  মোর্চা নেতাদেরই নিজেদের পকেট থেকে পুষিয়ে দিতে হবে৷ সেই মামলাটি এখনও বিচারাধীন৷

সেই মামলার সঙ্গে এবার যুক্ত হ’ল বর্তমান মামলা৷