দার্জিলিংয়ে জিটিএ-র বিরুদ্ধে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৮ই জুলাই গোর্খাল্যাণ্ড  টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশন (জিটিএ) বাতিলের দাবীতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে দার্জিলিং জেলার শিলিগুড়িতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ‘আমরা বাঙালী’র কর্মী সমর্থকরা এদিন সকাল থেকেই শিলিগুড়ির ভক্তিনগরে ‘আমরা বাঙালী’র কার্যালয় ---বরেন্দ্র ভবনে এসে জমায়েত হয়৷

বিকেলে কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়৷ বিক্ষোভকারীদের শ্লোগান ছিল---অবিলম্বে জিটিএ বাতিল করতে হবে, বাঙালীদের পকেট কেটে  বিদেশী গোর্খাদের পিণ্ডি গেলানো চলবে না, বাংলা ভাগের চক্রান্ত রুখছি, রুখবো৷  শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি হাসমিচকে এসে জমায়েত হয়৷ সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও উত্তরবঙ্গের প্রতিনিধি নীরদ অধিকারী৷

উদ্বোধনী সঙ্গীত দিয়ে সভা শুরু হয়৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্পান্দনিক শিল্পী গোষ্ঠীর প্রকাশ সাহা, প্রীতম সাহা, শুক্লা সাহা প্রমুখ শিল্পীবৃন্দ৷ এরপর স্বাগত ভাষণ দেন ‘আমরা বাঙালী’র দার্জিলিং জেলা সচিব শ্রীবাসুদেব সাহা৷ এরপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়, বাঙালী মহিলা সমাজের সচিব শ্রীমতী সাগরিকা পাল, তারাপদ বিশ্বাস, খুশীরঞ্জন মণ্ডল, উজ্জ্বল ঘোষ, তপোময় বিশ্বাস, সুবোধ বর্মন প্রমুখ বক্তারা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিব্যেন্দু চউধুরী৷

বক্তারা দাবী করেন গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশন আইন অসাংবিধানিক ও জাতীয় স্বার্থবিরোধী৷ বিদেশী গোর্খাদের হাতে দার্জিলিং সঁপে দিলে তা একদিন জাতীয় সংহতিকে বিপন্ন করতে পারে৷ ১৯৫০ সালের ভারত-নেপাল চুক্তি অনুযায়ী নেপালীরা জীবিকা অর্জনের জন্য ভারতে এসে বসবাস করতে পারে, কিন্তু নাগরিকত্ব পাবে না৷ দুর্ভাগ্যের বিষয় নেপাল থেকে আগত গোর্খারা শুধু নাগরিকত্বই পাননি, আজ তারা  বাংলা ভাগ করে পৃথক গোর্খাল্যাণ্ডের দাবী তুলছে৷ গোর্খাল্যাণ্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিষ্ট্রেশন তাদের সেই দাবীকে বাস্তবায়ন করতে সাহায্য করবে৷ এইভাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার জিটিএ চুক্তি করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে মদত দিচ্ছে৷ ‘আমরা বাঙালী’ কোনওভাবেই দার্জিলিংকে পশ্চিমবাংলা থেকে বিচ্ছিন্ন হতে দেবে না৷ বক্তারা অবিলম্বে জিটিএ বাতিলের দাবী তুলেছে৷ নইলে বৃহত্তর আন্দোলনে নামবে আমরা বাঙালী৷

‘আমরা বাঙালী’ পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকেও পুরুলিয়া শহরে জিটিএ বাতিলের দাবীতে পার্টির কেন্দ্রীয় কমিটর সদস্য লক্ষ্মীকান্ত মাহাতর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন বক্তা জিটিএ বাতিলের জোরালো দাবী তোলেন৷