ডায়োসিস স্তরের সেমিনার চলছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দ নগরে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ধর্ম মহাসম্মেলন শেষের পর বিভিন্ন ডায়োসিসে সেমিনার হয়ে চলেছে৷ এই সেমিনারগুলো স্থানীয় ডি.এস., ডি.এস. (এল) ও মার্গী ভাইবোনদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে৷ সেমিনারের আলোচ্য বিষয়গুলি হ’ল---‘আনন্দপ্রাপ্তির পথ’, ‘ষড়দোষাঃ পুরুষেনেহ হন্তবাঃ’, সামাজিক মূল্য ও মানবিক মৌলনীতি ও আদর্শ সংবিধানের জন্য প্রয়োজনীয় উপাদান৷

মানুষের আধ্যাত্মিক উন্নতিও প্রগতির পথে অগ্রসরের দিশা দেখাতে আলোচ্য বিষয় ছিল ‘আনন্দ প্রাপ্তির পথ’৷ মানুষের ব্যষ্টি ও সমষ্টি জীবনের দোষগুণের ওপর আলোকপাত ও মানুষের কী করণীয় সে সম্পর্কে বিস্তারিত জানাতেই ‘ষড়দোষাঃ পুরুষেনেহ হন্তবাঃ’ বিষয়ের ওপর আলোচনা হয়৷ মানুষ সভ্যতার বড়াই করলেও আজ পর্যন্ত মানুষ শুধু মানুষের সামাজিক-মর্যাদাকে মূল্য দিয়েছে, সম্মান করেছে৷  মানবিক মূল্যবোধকে কখোনোই মর্যাদা দেয়নি৷ এ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করতে ও সঠিক দিশা দেখাতেই আলোচিত হয় আলোচ্য বিষয়টি৷ আদর্শ সমাজ গড়তে গেলে অন্যতম উপাদান আদর্শ সংবিধান৷ আদর্শ সংবিধান কেমন হওয়া উচিত---এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়৷ আলোচনা সভায় প্রশিক্ষক ছিলেন আচার্য চিতিবোধানন্দ্য অবধূত, আচার্য রবীশানন্দ অবধূত ও আচার্য বোধিসত্তানন্দ অবধূত৷

৪, ৫ ও ৬ই জুলাই হুগলী ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় চাপাডাঙ্গা আনন্দমার্গ সুকলে৷ সেমিনারটি আয়োজন করেন হুগলীর ডি.এস. আচার্য সুবিকাশানন্দ অবধূত ও ডি.এস.(এল) ও হুগলীর ভুক্তিপ্রধান৷ প্রশিক্ষক ছিলেন আচার্য চিতিবোধানন্দ অবধূত৷ একই ভাবে ১২, ১৩ ও ১৪ই জুলাই বর্ধমান শহরে বোরহাট আনন্দমার্গ সুকলে সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারের আয়োজন করেন বর্ধমান ডিএস., ডি.এস.(এল) ও ভুক্তিপ্রধান৷ প্রশিক্ষক ছিলেন আচার্য চিতিবোধানন্দ অবধূত৷ একই তারিখে মেদিনীপুর ডায়োসিসেরও সেমিনার অনুষ্ঠিত হয় কেরাণীটোলা আনন্দমার্গ সুকলে৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য রবিশানন্দ অবধূত৷ সেমিনারটির আয়োজন করেন ডি.এস., ডি.এস.(এল) ও ভুক্তিপ্রধান৷ ১৩ই জুলাই অপরাহ্ণে মেদিনীপুর শহরে মার্গী ভাই-বোন ও সন্ন্যাসী দাদা-দিদিরা কীর্ত্তন পরিক্রমা করেন৷