দ্বিতীয় দফার ভোটে বুথ দখল ছাপ্পা কেন্দ্রীয় বাহিনী শিখণ্ডি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাজ্যে জনগণ যাতে নির্বিগ্ণে ভোট দিতে পারে তার জন্য বিপুল অর্থ ব্যয় করে আট দফায় ম্যারাথন নির্বাচন, বিশাল কেন্দ্রীয় বাহিনীর বিপুল আয়োজন৷ কিন্তু সবই ব্যর্থ নন্দীগ্রামের নির্বাচনে৷ নন্দীগ্রামে বুথ দখল, ছাপ্পা ভোট, তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়া, জনসাধারণকে  বুথে আসতে বাধা দেওয়া,ভয় দেখানো সবই হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রীয় রেখে৷ অভিযোগ নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর উষ্কানীতেই এসব হয়েছে৷ বোয়ালের একটি বুথে, পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী দুঘন্টা আটকে ছিলেন৷ বাইরে তখন দুইপক্ষের রনংদেহী মূর্ত্তি৷ কেন্দ্রীয় বাহিনীকে কোন সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি৷