ডিভিসির ছাড়া জলে দক্ষিণ বাঙলায়  বন্যা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কয়েকদিন ধরে একটানা প্রবল বৃষ্টি ও ডিভিসি থেকে ছাড়া জলে দক্ষিণ বাঙলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়৷ জানা যাচ্ছে, ২০০৯ সালের পর ডিভিসি থেকে একসঙ্গে এত জল আগে ছাড়া হয়নি৷ রাজ্যের ১০৬টি ব্লক জলমগ্ণ৷  বিপন্ন  প্রায় ১৫ লক্ষ মানুষ৷ ইতোমধ্যে  (২৬শে জুলাই পর্যন্ত)

বন্যার ফলে মোট ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ এর মধ্যে  হুগলিতে ২জন, আসানসোলে ২জন, দুর্গাপুরে-২জন, দুর্গাপুরে-২জন, কলকাতা ২জন, পশ্চিমমেদিনীপুর ২জন  নদিয়ার ১জন৷ 

ডিভিসির জলে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৯টি গ্রাম বলা চলে পুরোপুরি জলের তলায়৷ প্রায় ৫৯টি ত্রাণশিবির খোলা হয়েছে৷ আমতায়-২নম্বর ব্লকে প্রবল বেগে বন্যার জল ঢুকছে৷ দামোদরের পাশাপাশি মুন্ডোশ্বরী নদীর জলও বিপদসীমার ওপরে৷

ঘাটালে শিলাবতীর নদীর জলও বিপদসীমার ওপর দিয়ে চলেছে৷ ঘাটাল মহকুমা, কেশপুর, ডেবরা, খড়গপুর গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত৷