দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে করোনার থাবা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

করোনা আতঙ্ক কাটিয়ে ইতালি, জার্র্মনি, স্পেনে ফিরেছে ফুটবল৷ ইংল্যাণ্ড ওয়েষ্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট হতে পারে আগামী মাসে৷ কিন্তু এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নেমে এসেছে সংকট৷  দক্ষিণ আফ্রিকা দেশের ক্রিকেটের সঙ্গে জড়িত ১০০ জনের শরীরে  করোনা পরীক্ষা করা হয়েছিল, তাতে সাত জনেরই পজেটিভ রিপোর্ট আসে৷ ক্রিকেটের সঙ্গে যুক্ত ৭ জনের করোনা ধরা পড়ায়  আপাতত এখন ক্রিকেটকে মাঠে ফেরানোর কথা ভাবছেন না কর্ত্তৃপক্ষ৷ দক্ষিণ আফ্রিকার  কর্তা জ্যাকফল জানিয়েছেন--- ‘‘একশো জনের মধ্যে আক্রান্তের সংখ্যা সাত৷ এই সংখ্যাটা খুবই কম৷’’ দক্ষিণ আফ্রিকা অবশ্য আক্রান্তদের পরিচয় জানাতে ইচ্ছুক নয়৷ খবর সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের সাথে সাথে তাদের পরিবারের সংশ্লিষ্ট ব্যষ্টিরাও ধীরে ধীরে করোনায় সংক্রমিত হচ্ছেন৷ এখন এই পরিস্থিতি যতক্ষণ না স্থিতিশীল হবে ততক্ষণ কোন ক্রিকেট ম্যাচের কোন সম্ভাবনা নেই৷