দক্ষিণ আফ্রিকার মতো পাক বাতিলের ডাক দিলেন বোর্ড প্রধান---বিনোদ রাই

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

পুলওয়ামার হামলার ঘটনার পরে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের  ম্যাচ বয়কটের দাবী উঠেছে আগেই৷ সৌরভ ও হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা এই বয়কটের কথা জানিয়েছেন৷ সৌরভতো একধাপ এগিয়ে বলেছেন, সব ধরনের খেলার থেকেই সম্পর্ক ছিন্ন করা উচিত পাকিস্তানের সঙ্গে৷ তবে শচীন তেণ্ডুকর ও সুনীল গাওস্কার আবার চাইছেন বিশ্বকাপে মাঠেই জবাব দেওয়া উচিত হবে পাকিস্তানকে৷ ভারতীয় বোর্ড ইতিমধ্যে আইসিসি কে চিঠি লিখে আইসিসি কে জানিয়েছে,‘‘যে সব দেশ সন্ত্রাসবাদে মদত দেবে তাদের সঙ্গে যেন সব রাষ্ট্র খেলার দিক থেকে  সম্পর্ক ছিন্ন করে৷’’ তবে সুপ্রিমকোর্ট নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডে  পরিচালক কমিটি এ্যাডমিনিষ্ট্রেটর্সের প্রধান কর্র্ত বিনোদ রাই মনে করেন বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করা যথেষ্ট নয়, পাকিস্তানকে ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে বিচ্ছিন্ন করে দিতে হবে৷ ‘‘বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে যদি আমরা না খেলি  সেটা স্রেফ পায়ে গুলি করার মতো ব্যাপার হবে৷  আমাদের লক্ষ্য হওয়া উচিত ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে পাকিস্তানকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া৷ আগেও আমি বলেছি, সব ক্রিকেট খেলিয়ে দেশের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা৷’’

এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার উদাহরণও দেন৷ ১৯৭০ থেকে ১৯৯১ এই ২১ বছর বর্ণ বৈষম্যকে সমর্থন করার জন্য দক্ষিণ আফ্রিকাকে নির্বাচিত করা হয়েছিল৷ ‘‘আমার বিশ্বাস ঠিক একই রকম হওয়া উচিত পাকিস্তানের ক্ষেত্রে৷ এদের সমস্ত খেলাধূলা থেকে নির্বাসিত করা উচিত৷ যে রকম দক্ষিণ আফ্রিকার সঙ্গে হয়েছিল,’’ বলেন তিনি৷

কমিটি অফ এ্যাডমিনিষ্ট্রেট প্রধান আরও বলেছেন বিষয়টি দুবাই-এর আইসিসির চিফ এক্সিকিউটিভদের বৈঠকে তোলা হবে৷ এর আগে বৈঠকের কর্মসূচীর অন্তর্ভুক্ত ছিল না এই বিষয়টি৷ কিন্তু ভারতীয় বোর্ড যেহেতু চিঠি দিয়েছে, তাই এই নিয়ে দুবাইয়ের বৈঠকে আলোচনা হবে৷ ‘‘বিষয়টি  সরকারী ভাবে চিফ এক্সিকিউটিভদের বৈঠকে তোলার পরে আমরা এটা নিয়ে বোর্ড কতটা উদ্বিগ্ণ তাও জানাব৷’’

ক্রীড়াবিশ্ব থেকে পাকিস্তানকে  বিচ্ছিন্ন করার জন্য  ঐক্যমত গড়ে তোলা উচিত৷