দুর্নীতি সূচকে  ভারতের স্থান ৮১তম

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২০১৪-তে ক্ষমতায়  এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন  তিনি স্বচ্ছ অর্র্থৎ দুর্নীতিমুক্ত ভারত গড়ে তুলবেন৷ দুর্নীতির বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করবেন৷ কিন্তু  বাস্তবে সাম্প্রতিক নীরব-কাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে  দেখা যাচ্ছে মোদী সরকারের প্রশ্রয়ে দুর্নীতি বেড়েই চলেছে৷

‘ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশন্যাল’ নামে এক সংস্থা ২০১৬ সালে ১৮০ টি  দেশের ওপর সমীক্ষার ভিত্তিতে দুর্নীতির সূচক তৈরী করেছিল৷ তাতে ভারতের স্থান হয়েছিল  ৭৯তম৷ ২০১৭ সালে ওই পরিস্থিতির উন্নতির পরিবর্তে অবনতি ঘটে ও ভারতের স্থান হয় ৮১তম৷

ঘুষ নেওয়া ও দেওয়া, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন বিষয় মাথায় রেখে এই দুর্নীতি সূচক তৈরী করা হয়৷  এর স্কেল ০ থেকে ১০০৷ শূন্য (০) মানে  সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত  আর ১০০ মানে পুরোপুরি  দুর্নীতিমুক্ত৷  এই স্কেলে ভারত পেয়েছে মাত্র ৪০ ৷ বিজেপি’র রাজত্বকালে ভারত দুর্নীতিমুক্ত হওয়ার পথে এতটুকুও এগুতে পারে নি৷