একই টুর্র্ণমেন্টে নাদাল ও জেকোভিচকে হারাতে পারলেন না ফেডেরার, উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন জেকোভিচ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

১৬ তম গ্রান্ড স্ল্যাম জিতে জেকোভিচ উচ্ছসিত নন, কিন্তু তিনি আনন্দিত৷ কারণ বিশ্বসেরা  টেনিস খেলোয়াড় ফেডেরারকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ান হয়েছেন৷ ৯০ থেকে ৯৫ শতাংশ দর্শক ফেডেরার পক্ষে চিৎকার করছিলেন,সেন্টার কোর্টে তখন ম্যাচ ফিফটি ফিফ্টি সেই অবস্থায় মাথা ঠাণ্ডা রেখে সার্বিয়ার টেনিস তারকা জেকোভিচ তাঁর স্বপ্ণের উইম্বলডন ছিনিয়ে নিলেন৷ তার জয়ের মুকুটে আর একটি পালক জ্বল জ্বল করবে৷ তবু বরাবরের মতো জেকোভিচ তেমন উচ্ছসিত নন৷ সাংবাদিক সম্মেলনে বিনয়ী জেকোভিচ জানালেন রাফায়েল নাদাল ১৮টি  ও ফেডেরার ২০টি গ্রান্ডস্ল্যাম জিতেছেন৷ সেদিক থেকে বিচার করলে তিনি তাঁদের থেকে পিছিয়ে৷ তাই ভবিষ্যতে আরও খেলার স্বপ্ণ দেখেন তিনি৷

 এদিকে মেয়েদের বিভাগে অঘটন ঘটিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ান হলেন সিমোনা হালেপ৷ ফাইনালে তিনি  টেনিস রাণী সেরেনা উইলিয়ামসকে পরাজিত করেছে৷