গঙ্গানগরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই জুলাই উত্তর ২৪ পরগণার গঙ্গানগর নিবাসী শ্রী অরবিন্দ করের বাড়ীতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ শতাধিক ভক্তের সমাগমে ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রে মুখরিত হয়ে ওঠে অরবিন্দ করের গৃহ প্রাঙ্গণ৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও মার্গী ভাইবোনেরা৷ এরপর শুরু হয় অখণ্ড কীর্ত্তন৷ তিন ঘণ্টা ব্যাপী এই অখণ্ড কীর্ত্তনের কীর্ত্তন পরিবেশন করেন শ্রীহরলাল হাজারি, শুভজিৎ হাজারি ও দাদা আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত৷

কীর্ত্তন শেষে কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাষ্টার ইয়ূনিট সেক্রেটারী আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত৷ শ্রী মোহন অধিকারী আনন্দমার্গ জীবন দর্শন ও কীর্ত্তনের প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাস৷