ঘটক  পুকুরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১০ই সেপ্ঢেম্বর দক্ষিণ ২৪ পরগণার ঘটকপুকুর জাগুলগাছি গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী তুহিনিক বিশ্বাস ও সুরজিৎ বিশ্বাসের বাসগৃহে তিনঘণ্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ ওইদিন দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়৷ প্রথমে কয়েকটি প্রভাতসঙ্গীত পরিবেশিত হয়৷ দুপুর ২-৩০ মিনিটে শুরু হয় কীর্ত্তন৷ কীর্ত্তন উপলক্ষ্যে সুরজিৎ বিশ্বাসের বহু আত্মীয় প্রতিবেশী তাঁর গৃহে সমবেত হন৷ উপস্থিত সকলেই কীর্ত্তনের সুর মুর্চ্ছনায় ও ভক্তিরসের আস্বাদনে তিন ঘন্টা এক স্বর্গীয় আনন্দে অতিবাহিত করেন৷

কীর্ত্তনশেষে মিলিত ঈশ্বর প্রণিধান স্বাধ্যায়ের পর কীর্ত্তন মহিমা আনন্দমার্গ আদর্শ ও দর্শন বিষয়ে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ স্বাধ্যায় করেন শ্রীমতি অনিতা চন্দ৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ কর্মব্রতা আচার্যা, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা ও অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা, কালীপদ পোড়ে৷ অনুষ্ঠানের আয়োজন করেন অবধূতিকা আনন্দচন্দ্রশেখরা আচার্যা, শ্রী সুরজিৎ বিশ্বাস শ্রীমতি তুহিনিকা বিশ্বাস৷