ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

লেখক
মৃণাল কান্তি রায়

দয়ার সাগর বিদ্যাসাগর তোমায় নমস্কার,

বীরসিংহের  বীর সন্তান ভাষার অলংকার৷

বিধবার জীবনদীপ জ্বেলে দিলে তুমি,

ছিলে তুমি সমাজ সংস্কারক, সকলেই জানি৷

তোমার আদর্শে সকলে শেখে মাতৃভক্তি,

দামোদর পার হওয়ার মনে পায় শক্তি৷

পিতা ছিলেন ঠাকুরদাস, মাতা ভগবতী,

জন্ম তোমার অজগ্রাম, জ্বালাও জ্ঞানের বাতি৷

তুমি কর তোমার কর্ম, বিধবার  জীবনের গর্ব,

সাধুজন  বোঝে শুধু তোমার ক্রিয়াকর্ম৷

ছাবিবশে জুলাই (১৮৫৬) করলে আইন পাশ,

বিধবার বিয়ে হলো, গোঁড়া সমাজ গেল পরবাস৷

সংস্কারাচ্ছন্ন পণ্ডিতগণ করলেন তিরস্কার---

অবহেলায়  লিখলেন  কবিতা, বিধবা মাতার৷

‘‘সাজ গো বিধবাগণ , ফুটিয়াছে ফুল,

তোমাদের সৌভাগ্য ঈশ্বর অনুকূল৷’’

সাত ডিসেম্বর গড়লে তুমি বিধবা বিবাহ  আসর৷

কালীমতি আর শ্রীশচন্দ্র গড়লো নতুন বাসর৷

আজও তুমি আমাদের মাঝে রয়েছো মহান,

বিদায় বেলায়  জানাই তোমায় দ্বিশত  প্রণাম৷