জানার বিষয়

 

১) করোনা বাইরাস  কত সালে আবিসৃকত হয়?

                                             --- ১৯৬০ এর দশকে৷

২) চীনের  কোন শহরে করোনা বাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যায়?                --- উহান শহরে

৩) করোনা বাইরাসের বিভিন্ন প্রজাতির মধ্যে যেটি উহান শহরে ছড়িয়ে পড়ে তার নাম কী?

                                             ---নোভেল  করোনা বাইরাস৷

৪)  চীনের সাথে সাথে মো১ট কতগুলি দেশ এই বাইরাসে আক্রান্ত?

                                             ---এখনও পর্যন্ত ১০৩টিরও বেশি

৫) পৃথিবীর বিভিন্নদেশ মিলিয়ে প্রায় কত মানুষ এই বাইরাসে আক্রান্ত হয়েছেন?

                                             ---প্রায় ১ লক্ষ সাড়ে ৭ হাজার মানুষ

৬) বিভিন্নদেশ মিলিয়ে মোট কতজন মানুষ এই বাইরাসের আক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে৷

                                             ---  ৬০,৬৩৭ জনেরও বেশি৷

৭) করোনা বাইরাসের প্রাথমিক লক্ষণ কটি?

                                             ---৬টি৷

৮) করোনা বাইরাসের প্রথম লক্ষণটি কী?  ---জ্বর৷

৯) করোনা বাইরাস সংক্রমণে মৃত্যুর কারণ কী?

                                             --- শ্বাস কষ্টের গুরুতর সংক্রমণ৷

১০) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাইরাসটিকে প্রাতিষ্ঠানিকভাবে কী নামকরণ করেন?           ---এন.সি.ও.ভি৷