জে.এন.ইউ-এর ঘটনার নিন্দা করল ইউ.পি.টি.এ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৫ই জানুয়ারী দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সশস্ত্র দুষ্কৃতিরা নারকীয় তাণ্ডব চালায়৷ তাতে ছাত্র-ছাত্রা অধ্যাপিকা অনেকেই আহত হন৷ বিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাইরের কিছু মুখোশধারী দুষ্কৃতিদের যোগে এই ঘটনা ঘটে৷ কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দিকেও আঙুল তুলছে৷ ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ অধ্যাপিকা সুচরিতা সেন সহ অনেকেই আহত হয় ওই হামলায়৷

ভারতের মত গণতান্ত্রিক রাষ্ট্রে দেশের রাজধানী শহরের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এই ধরণের নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করেন ইয়ূনিভার্সাল প্রাউটিষ্ট টিচার্স এ্যাশোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন শিক্ষক প্রভাত খাঁ৷ তিনি দুষ্কৃতিদের কঠোর শাস্তির দাবী জানান৷ তিনি বলেন এই ঘটনা বিশ্বের দরবারে ভারতের মাথা নীচু করে দিয়েছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উপাচার্যের আচরণও শিক্ষক সমাজকে লজ্জায় ফেলেছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই নৃশংস হামলার প্রতিবাদ করেছেন৷