জল সংরক্ষণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

জলের অপচয় বন্ধ ও বৃষ্টির জল সংরক্ষণ করতে না পারলে কোলকাতাও অদূর ভবিষ্যতে তীব্র জল সঙ্কটের  শিকার হবে৷

১৮ই জানুয়ারী শহরে পানীয় জল সংক্রান্ত এক আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন  বক্তা কোলকাতায় জল সংকট সম্পর্কে সতর্ক করেন৷ বক্তারা বলেন জলের জন্যে টাকা দিতে হচ্ছে না বলে  জলের অপচয় বন্ধ করা যাচ্ছে না৷  জল সংরক্ষণের পদ্ধতি, জল ব্যবহার প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা হয়৷

আলোচনায় বক্তা ছিলেন অধ্যাপক অরুণাভ মজুমদার (বিশিষ্ট বিশেষজ্ঞ),  কলিকাতা পুরসভার জল সরবরাহ  বিভাগের সি.ই.ও বিভাস মাইতি প্রমুখ৷